تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

আর জানিনা কি কি ভাবনায় হারিয়ে যাই * অনেকে তো দুঃখের খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়ে * হাতে থাকা গ্লাস বা অন্য কোনো বস্তু রাগ বা দুঃখে ছুড়ে দিয়ে ভেঙে ফেলে * জিনিসপত্র উলট পালট করে দেয়, আল্লাহ পাকের নেককার বান্দাদের অবস্থা দেখুন, কিরূপ সুন্দর ছিলো! তাঁদের সমস্যা আসুক, পেরেশানি আসুক তবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যেতেন, তাঁরই দরবারে দোয়া করতেন, তাঁরই নিকট ফরিয়াদ করতেন, তিনিই তো ফরিয়াদ শ্রবণকারী, তিনিই তাঁর বান্দার প্রতি দয়া ও অনুগ্রহকারী, আল্লাহ পাকের প্রতি মনযোগ দেয়াতে বিপদ-আপদ দূর হয়।

 

          سُبْحٰنَ الله! আল্লাহ পাক তাঁর নেককার বান্দাদের ওসিলায় আমাদেরও সর্বদা আপন পবিত্র দরবারে কে মনযোগী থাকার তৌফিক দান করো اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

 

আল্লাহ পাকের প্রতি ছুটে যাও...!

          ২৭তম পারা, সূরা যারিয়াতের ৫০ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

فَفِرُّوْۤا  اِلَی اللّٰہِ ؕ

(পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫০)                কানযুল ঈমান থেকে অনুবা: সুতরাং আল্লাহর প্রতি ছুটে যাও

 

          অর্থাৎ হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি জানিয়ে দিন যে, হে লোকেরা! আল্লাহ পাকের প্রতি ছুটে যাও....! হযরত সাহাল তুসতারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে করীমার আলোকে বলেন: হে লোকেরা! مَا سِوَ ی الله (অর্থাৎ আল্লাহ ব্যতীত দুনিয়ার সবকিছু) ছেড়ে আল্লাহ পাকের প্রতি ছুটে যাও (রুহুল বয়ান, পারা ২৭, সূরা যারিয়াত, ৫০নং আয়াতের পাদটিকা, ৯/১৭১)

 

১২ টি দ্বীনি কাজের মধ্যে একটি: ফজরের জন্য জাগানো

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, নেক নামাযী হওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, দা’ওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজে প্র্যাক্টিক্যালি অংশগ্রহণ করুন! দা’ওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো: ফজরের জন্য জাগানো

 

          ফজরের নামাযের জন্য মানুষকে জাগানো আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতاَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত আশিকানে রাসূল প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত অনুসরণের প্রেরণায় ভোরে ফজরের নামাযের পূর্বে গলিতে গলিতে গিয়ে