تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

উচ্চস্বরে দরূদ ও সালাম পাঠ করে এবং মানুষকে বিছানা ছেড়ে উঠে ফজরের নামাযের জন্য চলে আসার দাওয়াত দিয়ে থাকে আপনিও এই দ্বীনি কাজে অংশগ্রহণ করুন, ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আল্লাহ পাক নসিব করলে তবে তাহাজ্জুদের নামাযও আদায় করে নিন, যিকির দরুদ পাঠ করুন, ফজরের আযানের পর মাদানী মারকাযের প্রদত্ত পদ্ধতি অনুযায়ী মানুষকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দিন, এই আমলের বরকতে اِنْ شَآءَ الله অসংখ্য সাওয়াব অর্জিত হবে

 

রিযিক সংরক্ষণ বিভাগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه সুন্নাতের খেদমত নেকীর দাওয়াত প্রসারের লক্ষ্যে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর ৮০টিরও বেশি  বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এসব বিভাগের মধ্যে একটি বিভাগ হলো “রিযিক সংরক্ষণ বিভাগ।” এই বিভাগের কাজ হলো বিভিন্ন অনুষ্ঠান এবং গৃহস্থালিতে বেঁচে যাওয়া খাবার গরীব হকদারদের মাঝে বিতরণ করে তা নষ্ট হওয়া থেকে বাঁচানো একটি গবেষণা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে প্রস্তুতকৃত খাবারের এক-তৃতীয়াংশ আমরা নষ্ট করে দিই এবং পৃথিবীর বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ভাগ মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, যদি শুধুমাত্র নষ্ট হওয়া খাবারগুলো এই ক্ষুধার্তদের মাঝে বিতরণ করা হয়, তবে এই পৃথিবীতে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে না। “রিযিক সংরক্ষণ বিভাগ” এর লক্ষ্য হলো অপচয় করা খাবার নষ্ট হওয়ার পূর্বে গরীব ও হকদারদের নিকট পৌঁছে দেয়ার পাশাপাশি খাবার অপচয় করার অভ্যাস পরিত্যাগ করা এবং গরীব ও হকদারদেরকে স্বনির্ভরতায় সহায়তার মাধ্যমে সমাজের সম্মানিত নাগরিক বানানো, তাছাড়া রিযিক সংরক্ষণ বিভাগের প্রথম অগ্রাধিকার হলো যে, স্থানীয় নির্ভরযোগ্য সূত্র যাচাইয়ের মাধ্যমে ঐ সকল গরীব ও আত্মসম্মানবোধ সম্পন্ন অসচ্ছল পরিবারের নিকট খাদ্যদ্রব্য এবং প্রস্তুতকৃত খাবার পৌঁছে দেয়া যারা এর হকদার। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রশিক্ষণ দা’ওয়াতে ইসলামীর মারকাযী মজলিসে শূরার প্রদত্ত মাদানী চিন্তাধারা অনুযায়ী, এই বিভাগের উদ্দেশ্য হলো: আমরা প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুর্দশাগ্রস্ত উম্মতের সংশোধন এবং কল্যাণ ও মঙ্গলের জন্য সর্বাত্মক চেষ্টা করা اِنْ شَآءَ الله আপনাদের নিকট অনুরোধ হলো যে, আপনারাও এই লক্ষ্যের সফলতার জন্য দা’ওয়াতে ইসলামীকে সঙ্গ দিন এবং অসংখ্য সাওয়াব অর্জন করুন আল্লাহ পাক দা’ওয়াতে ইসলামীর সকল বিভাগকে আরো উন্নতি বরকত দান করো আমিন  

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

করমর্দনের (হাত মিলানো) সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে করমর্দনের কিছু সুন্নাত আদব শুনি: প্রথমেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী: * যখন দু’জন মুসলমান সাক্ষাত করার সময় মুসাফাহা করে এবং একে অপরের