تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

          এটাই হলো ঐ মৌলিক বিষয়, আমাদের সমাজে যার অভাব রয়েছে, আমরা তাওয়াজ্জুহ ইলাল্লাহি তথা আল্লাহর প্রতি মনযোগী হওয়া থেকে বঞ্চিত, আমরা আল্লাহ পাককে ডাকি না, তাঁর দরবারে বিশুদ্ধভাবে দোয়া করি না এটাই আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام সুন্নাত যে, তাঁরা দোয়া করতেন, কিভাবে করতেন? আল্লাহ পাকের মহিমাকে ভয় করে, তাঁর রহমতের প্রতি ভরসা করে, পূর্ণ একাগ্রতায়, বিনয়ের সহিত। আহ! আমাদেরও যেনো এভাবে দোয়া করা, আমাদের আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা নসীব হয়ে যায়। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

আমাদের নিকট উপায় সীমিত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! আমরা মানুষ এবং আপাতদৃষ্টিতে আমাদের জীবন কাটানো এবং আমাদের সমস্যা সমাধান করার জন্য অনেক উপায় রয়েছে কিন্তু এটাও সত্য যে, আমাদের উপায়গুলো খুবই সীমিত * অনেক সময় জীবনে এমন মুহুর্ত আসে যে, আমাদের সকল আশা ভেঙ্গে যায় * আমাদের জন্য সকল দরজা বন্ধ হয়ে যায় * অনেক সময় সামান্য কিছু টাকারই প্রয়োজন হয়, তখন কখনো কখনো আমরা হতাশ হয়ে যাই * মানুষ ভাইয়ের উপর ভরসা করে, কিন্তু ভাই থেকে ঋণ পাওয়া যায় না * কোনো ধনী লোকের উপর দৃষ্টি পড়ে, * ধনী ব্যক্তিটিও অপারগতা প্রকাশ করে * বন্ধুবান্ধবরাও চাহিদাকৃত টাকার ব্যবস্থা করতে পারে না * এমতাবস্থায় আমাদের জন্য সব দরজা বন্ধ হয়ে যায় * কোনো আশা অবশিষ্ট থাকে না। * বান্দা হতাশায় শিকার হতে থাকে কিন্তু একটু ভাবুন তো! যখন সমস্ত আশা ভঙ্গ হয়ে যায়, তখনও একটি আশার দ্বার উন্মুক্ত থাকে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে আর সেই দরজা হলো আমার দয়ালূ প্রতিপালকের দরজা * বাদশার দরজা বন্ধ হয়ে যায়, আমার দয়ালূ প্রতিপালকের দরজা কখনো বন্ধ হয় না * মানুষ সঙ্গ ত্যাগ করে * বন্ধুবান্ধব মুখ ফিরিয়ে নেয় * ভাই ভাই থেকে সম্পর্ক ছাড়িয়ে নেয় কিন্তু আমার প্রিয় আল্লাহ পাক তাঁর বান্দাদের কখনো নিরাশ করেন না * এই দরজায় নেককার আসলে তাকেও প্রদান করা হয় * গুনাহগার আসলে তাকেও ঝুলি পূর্ণ করে দেয়া হয়

 

ধনীদের ঘুম কেন আসে না...!

          একজন ধনী লোক ছিলো, নিজস্ব গাড়ি, নিজস্ব বাংলো, ভালো ব্যবসা, আল্লাহ পাকের দেয়া সবকিছুই ছিলো, একদা সে সন্ধ্যা বেলায় ঘরে আসলো, সন্তানদের সাথে কিছু সময় কাঁটালো, রাতের খাবার খেলো, নিজের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করলো, অনেক রাত হয়ে গেলো, ঘুমানোর সময় হলো, তখন নরম তুলতুলে বিছানায় শুয়ে পড়লো কিন্তু আশ্চার্যের বিষয় হলো যে, আজ নরম তুলতুলে বিছানায় ঘুম আসছে না

 

          ঘুমও আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামত, যাকে তিনি দান করেন, তারই নসীব হয় সেই ধনী লোকটি অনেকক্ষণ ধরে পার্শ্ব পরিবর্তন করতে থাকলো কিন্তু ঘুম তো আসার নামই নিচ্ছে না, অনেক্ষণ সময় কেটে গেলো,  অবশেষে সে ভাবলো, এখানেও তো অযথা শুয়ে আছি, বাইরে গিয়ে তাজা বাতাস শরীরে লাগিয়ে নিই, এই ভেবে সে গাড়ি বের করলো আর বাইরে বেরিয়ে