تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

কুশলাদী জিজ্ঞাসা করে, তখন আল্লাহ পাক তাদের মাঝে ১০০টি রহমত অবতীর্ণ করেন, তন্মধ্যে ৯৯টি রহমত অধিক সৌহার্দপূর্ণভাবে সাক্ষাতকারী এবং উত্তমভাবে আপন ভাইয়ের কুশলাদী জিজ্ঞাসাকারীর জন্য হয়ে থাকে। (মু’জামু আওসাত, ৫/৩৮০, নাম্বার ৭৪৭২) * যখন দুই বন্ধু পরস্পর মিলিত হয় এবং মুসাফাহা করে এবং নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ পাঠ করে, তখন তাদের বিচ্ছেদের পূর্বেই উভয়ের পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেয়া হয় (শুয়াবুল ঈমান, ৪/৪৭১, হাদীস ৮৯৪৪) * দু’জন মুসলমানের সাক্ষাতের সময় সালাম করে উভয় হাত দ্বারা মুসাফাহা করা অর্থাৎ উভয় হাত মিলানো সুন্নাত* বিদায়ের সময়ও সালাম করুন এবং হাতও মিলাতে পারেন* হাত মিলানোর সময় দরূদ শরীফ পাঠ করে সম্ভব হলে এই দোয়াটিও পাঠ করুন: یَغفِرُ اللهُ لَنَا وَ لَکُم (অর্থাৎ আল্লাহ পাক আমাকে এবং তোমাকে ক্ষমা করুন)

 

ঘোষণা

          হাত মিলানোর অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

        বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم