تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

দুনিয়ার বাহ্যিক উপায়-উপকরণের দিকেই যায় এটা যদিও গুনাহ নয়, তবে একজন মুসলমানের শান হচ্ছে যে, * তার পেরেশানি আসুক * সমস্যা আসুক * অসুস্থ হোক * কোন সমস্যা হোক * বা কোনো খুশি আসুক; সর্বাবস্থায় তার সর্বপ্রথম খেয়াল আল্লাহ পাকেরই আসা উচিৎ, সমস্ত বাহ্যিক উপায়-উপকরণের গুরুত্ব আপন আপন জায়গায় * অসুস্থ হলে তো ঔষধও নিতে হবে * সমস্যা এলে তো ভাই, বন্ধু-বান্ধব ইত্যাদির সাহায্য চাওয়াও আপন জায়গায় ঠিক আছে কিন্তু এসব কিছু হলো দ্বিতীয় স্তরের বিষয়, একজন মুসলমানের আপন দয়ালূ প্রতিপালকের সাথে এমন সম্পর্ক থাকা উচিৎ যে, যাই হোক না কেনো, পরিস্থিতি যেমনই হোক, যতো সমস্যাই হোক, তার মনে সর্বাবস্থায় খেয়াল আল্লাহ পাকেরই আসা উচিৎ

 

অমুসলিম মুস্তফার চরিত্র দেখে মুসলমান হয়ে গেলো

          ৩য় হিজরী গযওয়ায়ে গাতফানের সময় ছিলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان সাথে নিয়ে সফরে ছিলেন, এক জায়গায় থামলেন, সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان কিছু দূরে অবস্থান করলেন এবং প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একাকী একটি গাছের নিচে তাশরিফ রাখলেন, অমুসলিমরা সর্বদা আল্লাহর রাসুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষতি করার নিকৃষ্ট পরিকল্পনা বানাতে থাকতো, তাদের মধ্যে একজন অমুসলিম হঠাৎ কোথাও থেকে আবির্ভূত হলো, খোলা তরবারি হাতে ছিলো, বিদ্যুতের ন্যায় তরবারি ঘুরিয়ে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে চলে এলো এবং অহংকার ও গর্বের সুরে বললো: মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! বলো! এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুবই প্রশান্তভাবে উত্তর দিলেন: আল্লাহ...! (অর্থাৎ আমাকে আল্লাহ পাক বাঁচাবেন)

          ব্যস এরপর যা ঘটলো, পরমুহুর্তেই সেই অমুসলিম নিচে পতিত অবস্থায় ছিলো, তরবারি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাতে ছিল, এখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: বলো! এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সে ছিলো অমুসলিম, সে হতাশ হয়ে বললো: আমাকে বাঁচানোর কেউ নেই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার অসহায়ত্বের প্রতি দয়াপরবশ হয়ে তাকে ক্ষমা করে দিলেন, যখন সে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এমন উচ্চ নৈতিকতা দেখলো তখন মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলো।

(শরহে যুরকানী আলাল মাওয়াহিবিল লাদুনিয়া, ২/৩৮১)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একাকী ছিলেন হঠাৎ এক অমুসলিম হামলা করলো, তার হাতে খোলা তরবারি ছিলো, সেই মুহুর্তে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কী ইরশাদ করেছেন? আমাকে আমার আল্লাহ বাঁচাবেন

 

          এটাই হলো আমাদের প্রিয় আক্বা, রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় ও সুন্দর কনসেপ্ট...! আজকাল আমাদের সমাজ থেকে এই কনসেপ্ট দূর হয়ে যাচ্ছে, আমরা খানিকটা