تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

গেলো, কোনো কাজ তো ছিলো না, অযথায় এদিক সেদিক ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে একটি জায়গায় একটি মসজিদ দেখতে পেলো, ভাবলো: এমনিতেই ঘুরে বেড়াচ্ছি, মসজিদেই চলে যাই অতএব সে গাড়ি পার্ক করলো, মসজিদে গেলো, অযু করলো এবং মসজিদের হলরুমের দিকে এগিয়ে গেলো, হাঁটতে হাঁটতে হঠাৎ তার পা থেমে গেলো, পুরো মসজিদ খালি ছিলো কিন্তু এক কোণ থেকে হালকা হালকা কান্না ও হেঁচকির আওয়াজ আসছিলো, ধনী লোকটি দেখলো কোন এক গরিব ছিলো, তার হাত দোয়ার জন্য উত্তোলিত ছিলো, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিলো এবং সে কান্না করে করে আল্লাহ পাকের দরবারে আরয করছিলো: হে আল্লাহ পাক! আমার মেয়ে অসুস্থ, ডাক্তার অপারেশন করতে বলেছে, আমি গরিবের নিকট টাকা কোত্থেকে আসবে, হে দয়ালূ আল্লাহ! তুমিই উপায় সৃষ্টিকারী, আমি গরিবের অসহায় অবস্থার প্রতি রহমতের দৃষ্টি দান করো সেই ধনী লোকটি ঘুম না আসার কারণ বুঝে গেলো, সে গরিব লোকটির কাছে গেলো, পকেটে যা টাকা ছিলো তা সবই দিয়ে দিলো এবং নিজের কার্ড দিয়ে বললো: এখন আমার পকেটে এই টাকাই আছে, আরো প্রয়োজন হলে তবে এই ঠিকানায় চলে আসবে

 

          গরিব লোকটি যদিও গরিব ছিলো, কিন্তু তার অন্তর লোভ-লালসা মুক্ত ছিলো, সে কার্ডটি ফিরিয়ে দিয়ে বললো: ভাই সাহেব! আমার নিকট ইতোমধ্যে একটি ঠিকানা আছে ধনী লোকটি আশ্চার্য হয়ে জিজ্ঞাসো করলো: ঠিকানাটি কার, যদি ঠিকানা থেকেই থাকে, তবে সেখানে গেলে না কেনো? গরিব লোকটি সাধারনভাবে উত্তর দিলো: তিনিই, যিনি আজ আপনাকে আমার নিকট পাঠিয়েছেন, আমি তাঁরই দরজায় বসে আছি আজ আমার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, আবারো যখন প্রয়োজন হবে, তখন আবারো তাঁরই দরজায় এসে যাবো

 

          হে আশিকানে রাসূল! আপনারা শুনেলেন যে, * আমাদের উপায় সীমিত * আসাদের আশা ভঙ্গ হয়ে যায় * দরজা বন্ধ হয়ে যায় * দুঃখ-কষ্ট আসলে তখন মস্তিষ্ক কাজ করা ছেড়ে দেয় * শক্তি * সামর্থ্য * যোগাযোগ কিছুই কাজ করে না, এমতাবস্থায় শুধু একজনই ভরসা আর তিনি কে? তিনি হলেন আল্লাহ পাকের পবিত্র দরবার, তাঁর দরজা থেকে কেউ হতাশ হয়ে যায় না, এখানেই ঝুলি পূর্ণ করে দেয়া হয়, এখানেই ভিক্ষা পাওয়া যায় এবং এমনভাবে পাওয়া যায়, এমন জায়গা থেকে পাওয়া যায় যে, যা বান্দার চিন্তা-ধারণায়ও থাকে না

 

একটি জরুরী প্র্যাক্টিক্যাল

          দুনিয়ায় বড় বড় টেস্ট হয়ে থাকে আসুন! কিছুক্ষণের জন্য আমরা আমাদের একটি টেস্ট করি; আমাদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ অন্তরের প্রতি ভাবুন যে, যখন আমাদের উপর কোনো পেরেশানি আসে, তখন আমাদের মনে সর্বপ্রথম কার চিন্তা আসে? সাধারণ অবস্থা এমন যে,
* যদি অসুস্থ হই, তবে আমাদের মনে সর্বপ্রথম ডাক্তারের কথাই আসে * যদি আইনী কোনো সমস্যায় হয়, তবে সর্বপ্রথম উকিলের কথাই মনে আসে। * যদি টাকা-পয়সার প্রয়োজন হয়, তবে সর্বপ্রথম ভাই, বন্ধু- বান্ধব, আত্মীয়ের কথাই মনে আসে

 

          প্রত্যেকেই নিজের মনকে জিজ্ঞাসা করুন, এমনটি নয় কি? হয়তো আমাদের মধ্যে অনেকেরই উত্তর হবে হ্যাঁ! আসলে এমনটাই, বিপদ ও পেরেশানির সময় আমাদের মন সর্বপ্রথম