تَوَجُّہ اِلَی اللہ

Book Name:تَوَجُّہ اِلَی اللہ

          অতঃপর আমাদের এটাও ভাবা জরুরী যে, আমরা দোয়া করছি কিভাবে? আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা দোয়াও করতে জানে না, দোয়ার আদবের মধ্যে রয়েছে যে, অন্তরে বেদনাভাব সৃষ্টি করে দোয়া করা, একটি পরিভাষা রয়েছে: ইবতিহাল, অর্থাৎ দোয়ায় কান্নাকাটি করা, হাত উত্তোলন করা এবং পূর্ণ মনোযোগের সহিত আল্লাহ পাকের দরবারে আবেদন করা এটা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সুন্নাত এজন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, পূর্ণ মনোযোগ সহকারে দোয়া করার অভ্যাস গড়ুন এভাবে দোয়া করুন, اِنْ شَآءَ الله বরকত নসীব হবে।

 

 

 

 

 

আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام মুবারক ধরন

          কুরআনে করীমে একটি সুরা রয়েছে: সুরা আম্বিয়া এই মুবারক সুরায় বেশ কয়েকজন  আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام আলোচনা রয়েছে, এতে বিশেষকরে আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام এই মুবারক গুণ বর্ণিত হয়েছে যে, আল্লাহ পাকের প্রিয় নবী, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলো, তাঁদের মনযোগের কেন্দ্র ছিলো আল্লাহ পাকের পবিত্র সত্তা, তাঁরা আল্লাহ পাককে ডাকতেন, তাঁর দরবারে দোয়া করতেন

 

          * হযরত নূহ عَلَیْہِ السَّلَام প্রায় ৯৫০ বছর তাঁর সম্প্রদায়কে নেকীর দাওয়াত দিয়েছেন কিন্তু সেই অভাগা লোকেরা ঈমান আনলো না, সেই দূর্ভাগারা তাঁকে مَعَاذَ الله কষ্ট দিতো, শারীরিকভাবেও আঘাত করতো, অবশেষে হযরত নূহ عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক ইরশাদ করেন:

فَاسْتَجَبْنَا لَہٗ فَنَجَّیْنٰہُ وَ اَھْلَہٗ مِنَ الْکَرْبِ الْعَظِیْمِ (ۚ۷۶)

(পারা ১৭, সুরা আম্বিয়া, আয়াত ৭৬)                  কানযুল ঈমান থেকে অনুবা: তখন আমি তাঁর প্রার্থনা মঞ্জুর করেছি এবং তাকে ও তাঁর পরিজনবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছি।

 

          হযরত নূহ عَلَیْہِ السَّلَام এর এই দোয়ার ফলে কাফেরদের উপর মহাপ্লাবনের আযাব আসে এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হয়

(তাফসীরে তাবারী, পারা ১৭, সূরা আম্বিয়া, ৭৬-৭৭ নং আয়াতের পাদটিকা, ৯/৪৮-৪৯)

 

          * এভাবে হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام এর উপর পরীক্ষা এসেছে, তিনি দোয়া করেছেন:

اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنْتَ  اَرْحَمُ  الرّٰحِمِیْنَ (ۚۖ۸۳)

(পারা ১৭, সুরা আম্বিয়া, আয়াত ৮৩)          কানযুল ঈমান থেকে অনুবা: আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু।

 

          তাঁর দোয়া কবুল হলো, আল্লাহ পাক ইরশাদ করেন: