Book Name:Tazkia e Nafs

শয়তান যে পথভ্রষ্ট হওয়ার আগে অনেক বড় আলিম ও ইবাদতকারী ছিলো এবং খুবই চালাক ও বিচক্ষণও ছিলো, নফসে আম্মারা থেকে সেও রেহায় পায়নি, সেই অভিশপ্তকেও নফসে আম্মারা ধোঁকা দিয়ে সর্বদার জন্য কাফির ও অভিশপ্ত করে দিয়েছে তো চিন্তা করে দেখুন! আমরা নফসে আম্মারার সাথে কিভাবে যুদ্ধ করতে পারবো। সুতরাং আল্লাহ পাকের সাহায্য নসিব হলে তবেই নফসে আম্মারা থেকে রেহায় পাওয়া যেতে পারে। আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর খুব সুন্দর বাণী কুরআনে করীমেও উল্লেখ রয়েছে, তিনি বলেন:

اِنَّ  النَّفْسَ لَاَمَّارَۃٌۢ بِالسُّوْٓءِ  اِلَّا مَا رَحِمَ  رَبِّیْ ؕ اِنَّ رَبِّیْ  غَفُوْرٌ  رَّحِیْمٌ

(পারা: ১৩, সূরা ইউসুফ, আয়াত: ৫৩)                কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় রিপুতা মন্দকর্মের বড় নির্দেশদাতা, কিন্তু যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন।

 

 

          অর্থাৎ নফসে আম্মারার অনেক নির্দেশদাতা, তার অনিষ্টতা থেকে সেই নিরাপদ থাকে যার উপর আল্লাহ পাক দয়া ও অনুগ্রহ করেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মাদরাসাতুল মদীনা বালেগান বিভাগ

          আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ৮০টির চেয়ে অধিক বিভাগের মাধ্যমে নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে যাচ্ছে। এর মধ্য হতে একটি বিভাগ হলো মাদরাসাতুল মদীনা বালেগান। মাদরাসাতুল মদীনা বালেগান বিভিন্ন স্থানে যেমন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট ও ঘর ইত্যাদির মধ্যে ব্যবস্থা করা হয়ে থাকে। মাদরাসাতুল মদীনা বালেগানের মধ্যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ বয়স্ক ইসলামী ভাইদেরকে বিভিন্ন সময়ে সঠিক মাখারিজ আদায়ের সাথে সাথে মাদানী কায়েদা ও কুরআনে করীম ফি সাবিলিল্লাহ (বিনা বেতনে) পড়ানো হয়ে থাকে। মাদরাসাতুল মদীনা বালেগান মসজিদের রুটিন সর্বনিম্ন ৪৫ মিনিট,আর মাদরাসাতুল মদীনা বালেগান মার্কেটের রুটিন হলো সর্বনিম্ন ৩৫ মিনিট। মাদরাসাতুল মদীনা বালেগানের মধ্যে মাদানী দরস দেয়া, কিতাব নামাযের আহকামথেকে নামায, গোসল, অযু, জানাযার নামায ইত্যাদি শেখানো হয়ে থাকে, সুন্নাত ও আদবসমূহ শেখানো এবং শেষে নেক আমলের রিসালা থেকে পরকালীন বিষয়ে চিন্তাভাবনাকরানোও অন্তর্ভূক্ত রয়েছে। আসুন!নিয়্যত করি কুরআনের শিক্ষা অর্জন করতে মাদরাসাতুল মদীনা বালেগানে স্বয়ং নিজেও অংশগ্রহণ করবো এবং অপর ইসলামী ভাইদেরকেও এটার প্রতি উৎসাহিত করবো। اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইলম অর্জনকারীদের জন্য মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ইলম অর্জনকারীদের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাণী লক্ষ্য করুন:

          (১) তিনি বলেন: যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য কোন রাস্তার উপর হাঁটে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। (মুসলিম, কিতাবুয যিকির ওয়াদ দোয়া, বাবু ফদলুল ইজতিমা আলা তিলাওয়াতিল কুরআন ওয়া আলায যিকির, ১১১০ পৃষ্ঠা, হাদিস: ৬৮৫৩) (২) তিনি বলেন: যে ব্যক্তি ইলম অর্জনে ঘর