Book Name:Tazkia e Nafs

গুনাহে অভ্যস্ত করে, নাফরমানীর পথে চালিয়ে আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে, এজন্য এখনই সময়, আমরা অন্যের দোষত্রুটি তালাশ করা, অন্যের চরিত্র ও ব্যক্তিত্বের মধ্যে দাগ লাগানোর পরিবর্তে, নিজের উপর মনযোগ দিন ও স্বয়ং নিজেকে সংশোধন করার চিন্তাভাবনায় লেগে যান।

 

 

 

 

সর্বোত্তম আমল

          হযরত আবু সুলাইমান দারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নফসের বিরোধিতা করা সর্বোত্তম আমল। (কাশফুল মাহযুব, ২০৯ পৃষ্ঠা)

 

নফসের মনোবল ভেঙ্গে দেয়ার সর্বোত্তম মৌসুম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের বড় দয়া যে, তিনি আমাদের মতো গুনাহগারকে মাহে রমযানের নিয়ামত দান করেছেন, মাহে রমযান নফসের মনোবল ভেঙ্গে দেয়ার সর্বোত্তম মৌসুম। যদি আমরা সত্যিকারার্থে রমযানুল মুবারকের মূল্যায়ন করি, যেমনিভাবে মাহে রমযান অতিবাহিত করা দরকার, সেভাবে অতিবাহিত করতে সফল হয়ে যাই তবে اِنْ شَآءَ الله নফসে আম্মারা (অর্থাৎ মন্দ কার্যাদির প্রতি ধাবিতকারী) মনোবল ভেঙ্গে যাবে আর আল্লাহ পাক চান তো বাতিন (অভ্যন্তর) আলোকিত হয়ে যাবে।

          রমযানুল মুবারক কিভাবে অতিবাহিত করবেন? * উদাসীনতা থেকে বেঁচে থেকে রমযানুল মুবারক অতিবাহিত করুন! * চেষ্টা করুন যেনো মাহে রমযানের প্রতিটি মূহুর্ত কোন না কোনভাবে ইবাদতের মধ্যে কাটাতে পারেন, কখনো তিলাওয়াত, কখনো যিকির ও দরূদ, পাঁচ ওয়াক্ত নামায জামাত সহকারে তাকবীরে উলার সাথে আদায়, তাহাজ্জুদ, ইশরাক ও চাশত এবং আওয়াবীনের নফলও যেনো না ছুটে, চলতে ফিরতে উঠতে বসতে মুখে যেনো যিকির ও দরূদ থাকে * দোয়া করার মাস, অধিকহারে দোয়া করুন, নিজের, পরিবার, বন্ধু ও আত্মীয় স্বজনদের বরং সমস্ত উম্মতে মুসলিমার জন্য মাগফিরাতের দোয়া করুন! নফসের মনোবল ভাঙ্গতে, শয়তান থেকে বেঁচে থাকতে, হৃদয় আলোকোজ্জ্বল করতে, নেকীর মধ্যে মন লাগতে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হতে, আল্লাহ পাকের নিকট দোয়া করুন! * পুরো মাসের সব রোযা রাখুন! * খুবই আগ্রহ ও স্পৃহার সাথে তারাবীর নামায সেটাও সম্পূর্ণ ২০ রাকাত আদায় করুন! * খুবই মন লাগিয়ে কুরআনে করীমের তিলাওয়াত করুন! * বরং মাহে রমযান কুরআন অবতীর্ণের মুবারক মাস, কুরআনে করীম বুঝার ও চেষ্টা করুন! এটার জন্য তাফসীরে সিরাতুল জিনান পাঠ করুন! নতুন এবং অনেক সহজ উর্দু ভাষায় লিখিত উন্নতমানেরতাফসীর, এটাতে সহজ অনুবাদ কানযুল ইরফানও অন্তর্ভূক্ত রয়েছে, কুরআনে করীমের শাব্দিক অনুবাদ শিখতে, বুঝার জন্য মারিফাতুল কুরআন পড়ুন! তাফসীরে সিরাতুল জিনান ও মারিফাতুল কুরআনের মোবাইল এপ্লিক্যাশনও বিদ্যমান রয়েছে, নিজের মোবাইলে এই দুইটি এপ্লিক্যাশন ইনস্টল করে নিন! এটা দ্বারা উপকৃত হোন এবং কুরআনের নুর দ্বারা বক্ষ আলোকিত করুন! * মাহে রমযানের একটি বিশেষ ইবাদত ইতিকাফ করুন! اِنْ شَآءَ الله দয়া আর দয়া হবে।