Book Name:Tazkia e Nafs

সেটার সাথে সাথে বিভিন্ন নফলও আদায় করা * তাহাজ্জুদও পড়া * ইশরাক ও চাশত এবং আওয়াবীনের নফলও আদায় করা * যিকির ও দরুদও পাঠ করা * বেশি পরিমাণে তিলাওয়াতও করা * মোটকথা: যত বেশি সম্ভব ব্যস ইবাদতের দিকে মন লাগিয়ে রাখা, শুরুতে কিছুটা মুশকিল হবে, এরপর اِنْ شَآءَ الله আস্তে আস্তে নফস ইবাদতের অভ্যস্ত হয়ে যাবে এবং ইবাদতের স্বাদ পাওয়া শুরু হয়ে যাবে, এরপর স্বয়ং নিজেই ইবাদতের দিকে ধাবিত হতে থাকবে।

 

নেক আমল করুন!

          নফসের উপর ইবাদতের বোঝা আরোপ করারএকটি সর্বোত্তম কৌশল হলো যা বর্তমান মহান ইলমী ও রুহানী ব্যক্তিত্ব শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ দান করেছেন। অর্থাৎ নেক আমল। ইসলামী ভাইদের জন্য ৭২ নেক আমল, ইসলামী বোনদের জন্য ৬৩ নেক আমল, শিক্ষার্থীদের জন্য ৯২ নেক আমল এবং ছোট বাচ্চাদের জন্য ৪০। এই নেক আমল অবলম্বন করুন, এতে অনেক ইবাদত পাবেন, উদাহরণস্বরুপ * এতে একটি নেক আমল পাঁচ ওয়াক্ত নামায জামাত সহকারে পড়া সংক্রান্ত * ভালো ভালো নিয়্যত করার নেক আমল * এর মধ্যে বিভিন্ন নফল ইবাদতও অন্তর্ভূক্ত রয়েছে * তিলাওয়াত * যিকির ও দরুদ * বিভিন্ন সুন্নাত * নিয়মানুবর্তীতা * বিভিন্ন আদব আরও অনেক কিছু। যদি আমরা এসব নেক আমল স্বয়ং নিজের উপর বাস্তবায়ন করে নিই তবে اِنْ شَآءَ الله খুবই সহজে নফসে আম্মারার মনোবল ভাঙ্গা, সেটাকে সংশোধনের ক্ষেত্রে সফল হয়ে যাবো।

 

নেক আমল নাম্বার ২৪ এর প্রতি তাকিদ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের নফসকে নেকীর প্রতি অভ্যস্ত করতে এবং গুনাহ থেকে বাঁচানোর জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২ দ্বীনি কাজের মধ্যে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করুন মাদানী কাফেলায় সফর ও নেক আমলের উপর আমল করুন। নফসকে ঠিক করার জন্য আমাদের উচিত যে নিজে নেক আমল করা ও অন্যকেও নেকীর দাওয়াত দেয়া। যখন আমরা অপরকে নেকীর দাওয়াত দিবো তখন আমাদের নফস স্বয়ং নিজে নেকীর দিকে ধাবিত হবে। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২ নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ২৪ হলো আপনি কি আজ কমপক্ষে একটি দ্বীনি দরস (মসজিদ, দোকান, বাজার ইত্যাদিতে যেখানেই সুযোগ হয়েছে) দিয়েছেন বা শুনেছেন?” এই নেক আমলের উপর আমল করার বরকত এটা হবে যে, যখন আমরা অন্যকে নেকীর দাওয়াত দিবো তো স্বয়ং নিজেও নেক আমলকারী হয়ে যাবো। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তাওফিক দান করুক।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

(৩) আল্লাহ পাকের নিকট সাহায্য চাইতে থাকুন!

          নফসের সংশোধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা অতীব জরুরী তা হলো আল্লাহ পাকের নিকট দোয়া করা কখনো ভুলে না যাওয়া কেননা নফসে আম্মারা অনেক খারাপ দুশমন,