Book Name:Tazkia e Nafs

(পারা: ১৬, সূরা ত্বহা, আয়াত: ৭৬)                 কানযুল ঈমানের অনুবাদ: বসবাসের বাগান, যেগুলোর পাদদেশে নদীসমূহ প্রবাহিত সর্বদা সেগুলোর মধ্যে থাকবে, এবং এটা পুরস্কার তারই জন্য, যে পবিত্র হয়েছে।

 

          الله!الله! জানা গেল, যে ঈমান ও নেক আমলের মাধ্যমে নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, উত্তম চরিত্র, উত্তম স্বভাবের অভ্যস্ত বানায় তার জন্য জান্নাতের বাগান রয়েছে, যেগুলোর পাদদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে।

 

নবীপ্রেরণের মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা ও মাওলা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে তাশরিফ এনেছেন, তাঁর আগমনের মৌলিক লক্ষ্যের মধ্য হতে একটি লক্ষ্য হলো আত্মশুদ্ধি, আল্লাহ পাক কুরআনে করীমে বলেন:

کَمَاۤ  اَرْسَلْنَا فِیْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ یَتْلُوْا عَلَیْکُمْ  اٰیٰتِنَا وَ یُزَکِّیْکُمْ

(পারা: ২, সূরা বাকারা, আয়াত: ১৫১)      কানযুল ঈমানের অনুবাদ: যেমন আমি তোমাদের মধ্য প্রেরণ করেছি একজন রাসূল তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের উপর আমার আয়াতগুলো তিলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন।

 

          প্রসিদ্ধ মুফাসসির, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: শারীরিক, আন্তরিক, রুহানী খেয়াল ইত্যাদির পরিপূর্ণ পবিত্রকে আত্মশুদ্ধি বলা হয়। (তাফসীরে নঈমী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটিকা: ১২৯, ১/৭৩৯ পৃষ্ঠা) আয়াতে করীমার এক অর্থ হলো, হে লোকেরা! আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমাদের শরীরকে প্রকাশ্য ও অপ্রকাশ্য অপবিত্রতা থেকে পবিত্র করেন যিনি তোমাদের পবিত্রতার পদ্ধতি শেখাচ্ছেন আর তোমাদের অন্তরসমূহকে মন্দ স্বভাব ও দোষত্রুটি থেকে এবং চিন্তাভাবনাকে শিরক ও কুফর থেকে পবিত্র করেন।

(তাফসীরে নঈমী, পারা: ২, সূরা বাকারা, আয়াতের পাদটিকা: ১৫১, ২/৬৫ পৃষ্ঠা)

 

সফলতার আসল মাপকাঠি

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের সমাজের লোকেরা আপন আপন দৃষ্টিকোণ থেকে সফলতার বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করে রেখেছে, কারো দৃষ্টিতে সম্পদশালী হয়ে যাওয়াটাই সফলতা, কারো মতে প্রসিদ্ধি মিলে যাওয়াটা সফলতা, কেউ পদবী ও ক্ষমতা মিলে যাওয়াকে সফলতা মনে করে, মোটকথা; সফলতার মাপকাটি একেকজন একেকটা নির্ধারণ করেছে আর প্রত্যেকে নিজের সফলতার ভিত্তি অনুযায়ী সাফল্যের পেছনে দৌড়াচ্ছে কিন্তু মূলত সফলতার মাপকাটি কি? আমাদের খালিক ও মালিক, আমাদের প্রিয় আল্লাহ পাক যিনি দুনিয়া বানিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মহান রাব্বুল আলামীনের নিকট সফলতার মাপকাটি কি? আসুন! কুরআনী আয়াত শুনুন! আল্লাহ পাক পারা: ৩০, সূরা শামস, আয়াত: ৭ এ বলেন: