Book Name:Tazkia e Nafs

থেকে বের হয়, ফেরেশতারা তার এই আমল দ্বারা খুশি হয়ে তার জন্য তাদের পাখা বিছিয়ে দেয়। (তাবরানী কবীর, ৮/৫৫ পৃষ্ঠা, হাদিস: ৪৩৫০) * ইলম অর্জন করার জন্য সফর করা বুযুর্গানে দ্বীনের সুন্নাত। (৪০ ফরমানে মুস্তফা, ২৩ পৃষ্ঠা) * ইলম অর্জন করার জন্য প্রশ্ন করা অবশ্যই ফযিলতের কাজ কিন্তু প্রশ্ন করার আদব বজায় রাখাও জরুরী। (ফয়যানে দাতা আলী হাযবেরী, ১৩ পৃষ্ঠা) * ইলম হলো ভান্ডার আর প্রশ্ন করা হলো সেই ভান্ডারের চাবি। (আল ফিরদাউস বিমাছুরুল খিতাব, ২/৮০ পৃষ্ঠা, হাদিস: ৪০১১) * ইলম শেখার জন্য জিজ্ঞাসা করার ক্ষেত্রে লজ্জাবোধ করা উচিত নয়। (আরাবী শুয়াআলাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, ৮ পৃষ্ঠা) * তোষামোদ করা মুমিনের আদর্শের অন্তর্র্ভূক্ত নয় কিন্তু ইলম অর্জন করার জন্য তোষামোদী করা যেতে পারে। (শুয়াবুল ঈমান, বাবু ফি হিফযুল লিসান, ৪/২২৪ পৃষ্ঠা, হাদিস: ৪৮৬৩) * এমন প্রশ্ন করা থেকেও বেঁচে থাকুন যেটার দুনিয়াবী ও পরকালীন কোন উপকার হয়না। (আরাবী কে সোয়াআলাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, ৯ পৃষ্ঠা)

          বিভিন্ন ধরনের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনার বাহারে শরীয়ত খন্ড: ৩, অংশ: ১৬, এবং শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ৯১ পৃষ্ঠা সম্বলিত রিসালা ৫৫০টি সুন্নাত ও আদব কিতবাটি ক্রয় করুন এবং পাঠ করুন, সুন্নাত শেখার একটি উত্তম মাধ্যম হলো দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলায় আশিকানে রাসূলের সাথে সুন্নাতে ভরা সফর করা।

 

উলফতে মুস্তফা অর খওফে খোদা  

চাহিয়ে গর তুমহে কাফেলে মে চলো

ইলম হাসিল করো, জাহল যায়িল করো  

পাওগে রাহাতে কাফেলে চলো

 

          আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

ঘোষণা

          ইলম অর্জনকারীর অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া