Book Name:Shair e Khuda Ka Zuhad

এবং অন্তরে খোদাভীতি বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা করি। (৩) মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেছেন: আমি আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য অবলম্বন করবো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজে প্রচলন রয়েছে: ‘যেদিকে বাতাস বয়, সেদিকে পাল তুল।’

          অর্থাৎ সমাজ যেদিকে চলছে তুমিও সেদিকে চলো। এই কথাটি নিছক একটি ভুল মতবাদ। আমাদের মানদন্ড সমাজ নয়, আমাদের মানদন্ড পরিস্থিতি নয়, আমাদের মানদন্ড সময় নয়, কোনো জাতি নয়। আমাদের জীবনযাত্রার মানদন্ড ও আমাদের দৃষ্টান্ত হলো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

          সমাজ যে রকমই হোক না কেন, পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর আনুগত্য করতে হবে। একটুভাবুন তো, সমাজে সুদ প্রচলিত হয়ে গেলে আমরাও কি সুদের লেনদেন শুরু করে দেব? সমাজে মদ ও অনৈতিক কাজের প্রচলন হয়ে গেলে আমরাও কি তাতে গা ভাসিয়ে দেব? (আল্লাহর পানাহ!) এ ধরনের কাজে কখনও লিপ্ত হওয়া যাবে না, কখনই না। আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র আনুগত্য করবো। আমরা সমাজের কালেমা পড়িনি, বরং আল্লাহ ও রাসূলের কালেমা পড়েছি। এই কথাটিই মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আমাদের বুঝিয়েছেন যে, সমাজের অবনতি হলে, মানুষ আখিরাতের কথা ভুলে গেলে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেলে, দ্বীনের মধ্যে ফেতনা- ফাসাদ বেড়ে গেলেও, আমরা অপরকে অনুসরণ করব না, কারো তোয়াক্কা করব না, বরং আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর আনুগত্য করবো।  

 

          (৪) মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আরও বলেন: (মানুষ যখন আখিরাতের বিষয়ে উদাসীন হয়ে যাবে এবং  দুনিয়া নিয়ে বিভোর হয়ে পড়বে) তখন আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নেব। (৫) আর এসব করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে, যখন মানুষের চিন্তা-ধারা  বিকৃত হয়ে যাবে, সমাজের দৃশ্যপট পাল্টে যাবে, এমন সময় পরকালের চিন্তা করা, আল্লাহ ও রাসূলের আনুগত্য করা, সুন্নাতের ওপর আমল  করা, দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াবে। মানুষ ঠাট্টা করবে, আঙুল তুলবে, সমাজে নানান কথা বলবে, তখন কী করা উচিত? মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি মৃত্যুর আগ পর্যন্ত এসব কষ্ট, বিপদ-আপদ ও দুর্যোগে ধৈর্য ধারণ করবো।

 

          আল্লাহ! আল্লাহ! প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের এই ফেতনা-ফাসাদের যুগে আমরা কীভাবে জীবনযাপন করবো, আমাদের চিন্তাধারা, আমাদের কাজকর্ম, আমাদের রীতিনীতি, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ আমাদের একটি পুরো  পাঠ্যক্রম দিয়ে দিয়েছেন। হায়! আমরা যদি এর উপর আমলকারী হতে পারতাম! আমরা যদি এই পন্থা অবলম্বনের ক্ষেত্রে সফল হতে পারতাম।

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم