Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

 

মেহমান দারির সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামি ভাইয়েরা! মেহমান দারির সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করছি: তিনটি ফরমানে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোস্তফা লক্ষ্য করুন (১) যে ব্যাক্তি সামর্থবান হওয়া সত্বেও মেহমানদারি করেনা তার মধ্যে কল্যান নেই। (মুসনদে আহমদ, ৬/১৪২, হাদিস: ১৭৪২৪) (২) ব্যাক্তির র্নিবুদ্ধিতা যে, সে তার মেহমান থেকে খেদমত নেয়। (আল জামেউস সগীর, পৃঃ ২৮৮, হাদিস  ৪৬৮৬) (৩) সুন্নাত হলো এটাই যে, ব্যাক্তি মেহমানকে দরজা পর্যন্ত বিদায় দিতে যাবে। (ইবনে মাজাহ, ৪/৫২, হাদিস: ৩৩৫৮) মেহমানের উচিত যে, সে তার নিমন্ত্রনকারির ব্যস্ততা ও দায়িত্বের প্রতি লক্ষ্য রাখবে * সদরুশ শরীয়াহ হযরত মুফতী মুহাম্মদ আমজদ আলী আজমি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মেহমানের জন্য চারটি বিষয় জরুরি: (১) যেখানে বসানো হয় সেখানে বসবে (২) যা কিছু তার সামনে উপস্থাপন করা হয় তার উপর সন্তুষ্ট থাকবে (এটা যেনো না হয় যে, বলতে লাগলো:এর চেয়ে ভালো আমার ঘরেই খায় বা এই ধরনের অন্য শব্দাবলি ) (৩) নিমন্ত্রনকারির অনুমতি ব্যাতিত সেখান থেকে উঠবে না আর (৪) যখন সেখান থেকে ফিরবে তার জন্য দোয়া করবে।

(আলমগীরি, ৫/৩৪৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘোষণা

মেহমানদারির অবশিষ্ট সুন্নাত ও আদব তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)