Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

আমাদেরও পিঁপড়া থেকে শিক্ষা অর্জন করে ধারাবাহিক চেষ্টা করাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেয়া উচিৎ। ধারাবাহিক চেষ্টায় কঠিন কাজও পরিপূর্ণ হয়েই যায় আর চেষ্টা ব্যতীত সহজ কাজও অনেক কঠিন (Difficult) মনে হতে থাকে।

 

চেষ্টা কোথায় করবে?

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! * আমাদের চেষ্টা সেই সকল কাজ সমূহে করা উচিৎ, যে সকল কাজ আল্লাহ পাক এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টির উপলক্ষ্য হবে, * যা করাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়, * যা দ্বীন ইসলামের উন্নতির মাধ্যম হয়, * যা করাতে দুনিয়ায় আমাদের আসার উদ্দেশ্য অর্জিত হতে পারে, * যে সকল কাজে আমাদের দেশ ও জাতির উপকার হয়, * যে কাজ করাতে আল্লাহর সৃষ্টি উপকৃত হবে এবং তা কারো জন্য অন্যায়ভাবে কষ্টের কারণ যেনো না হয়, কোরআনে করীমে আল্লাহ পাক তাঁর পথে চেষ্টাকারীদের সফলতার সুসংবাদ প্রদান করেন। যেমনটি ২১তম পারা সূরা আনকাবুতের ৬৯নং আয়াতে ইরশাদ হচ্ছে:

وَ الَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ

(পারা ২১, সূরা আনকাবুত, আয়াত ৬৯)

কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো।

 

          তাফসীরে সীরাতুল জিনানে এই আয়াতে করীমার আলোকে যা লিপিবদ্ধ রয়েছে, তার সারমর্ম হলো:

(১) ...যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করবে, তাদেরকে অবশ্যই সাওয়াবের পথ দেখানো হবে।

(২) ...যারা তাওবা করার চেষ্টা করবে, অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে।

(৩) ...যারা ইলম অর্জনের জন্য চেষ্টা করবে, অবশ্যই তাদেরকে আমলের পথ দেখিয়ে দেয়া হবে।

(৪) ...যারা সুন্নাতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। (সীরাতুল জিনান, ৭/৪০৯)

 

          হে আশিকানে রাসূল! এই আয়াতে করীমা এবং এর তাফসীর দ্বারা জানা গেলো! যে ব্যক্তি ভাল কাজ করবে, সে তার ফলও ভালই পাবে। আল্লাহ পাকের দয়ায় আশা করা যায় * যে ব্যক্তি পিতামাতার আনুগত্যের চেষ্টা করবে তবে দুনিয়া ও আখিরাতের সফলতা তার কদমে এসে চুমু খাবে। * যে ব্যক্তি মুসলমানকে আহার করানোর চেষ্টা করবে, আখিরাতের ধাপসমূহ তার জন্য সহজ হয়ে যাবে, * যে ব্যক্তি সদকা দেয়ার চেষ্টা করবে, তার সম্পদে বরকত হতে