Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়াবী কাজকর্ম হোক বা আখিরাতের ময়দান, সফলতা পাওয়ার জন্য চেষ্টা (Effort) করা খুবই জরুরী। তাই বলা হয় যে, “চেষ্টা সফলতার চাবিকাটি।” আজকের বয়ানে আমরা চেষ্টার গুরুত্ব সম্পর্কে শ্রবণ করবো, পাশাপাশি এটাও শুনবো যে, কোন কাজে চেষ্টা করা উচিৎ। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হওয়ার চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না, এতবড় সফলতা অর্জন করার জন্য কোন বিষয়ে চেষ্টা করা উচিৎ, এটাও আজ বর্ণনা করা হবে। দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের জন্য পিতামাতার আনুগত্য এবং অন্যান্য নেকী অর্জনের চেষ্টা করা কতটুকু জরুরী, এটাও শুনার সৌভাগ্য অর্জন করবো। লাগাতার চেষ্টায় লিপ্ত থাকাতে কিরূপ সফলতা অর্জিত হতে পারে, তারও ঘটনাবলী সম্বলিত কিছু পয়েন্টও আজকের বয়ানে শ্রবণ করবো।

          আসুন! চেষ্টার গুরুত্ব সম্বলিত একটি শিক্ষামুলক ঘটনা শুনি:

 

পিঁপড়ার চেষ্টা

          বলা হয়: একজন বাদশা কোন একটি এলাকা জয় করার জন্য ছয় বারেরও বেশি আক্রমণ করেছিলো, কিন্তু সেই এলাকা জয় করতে বিফল হলো। যখন তার শেষবারের আক্রমণও বিফল হলো তখন সে ক্লান্ত হয়ে হতাশ অবস্থায় ঘরে আরাম করার জন্য শুয়ে পড়লো। ধারাবাহিক বিফল হওয়া আক্রমণ গুলো সম্পর্কে ভাবতে ভাবতে হঠাৎ তার দৃষ্টি কক্ষের একটি দেয়াল বেয়ে উঠতে থাকা একটি পিঁপড়ার উপর পড়লো, যে বারবার পড়ে যাওয়ার পরও দেয়ালে উঠার ইচ্ছা ছাড়লো না। কয়েকবার তো সে দেয়ালের (Wall) শেষ অংশের নিকটবর্তী হয়ে গিয়েছিলো কিন্তু আবারো নিচে পড়ে গেলো এবং আবারো দেয়াল বেয়ে উঠার চেষ্টায় লেগে রইলো। অবশেষে লাগাতার চেষ্টা করার পর সে নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেলো। বাদশা পিঁপড়ার এই কঠোর চেষ্টা দেখে তার মাঝে পরিবর্তন সাধিত হয়ে গেলো, সে তার হতাশাকে দূর করে দিলো, নতুন এক প্রেরণায় আবারো সেই এলাকায় আক্রমণ করলো এবং নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেলো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পিঁপড়ার চেষ্টা থেকে শিক্ষা গ্রহণ করুন

          হে আশিকানে রাসূল! এই ঘটনা থেকে জানা গেলো! ধারাবাহিক প্রচেষ্টা এবং পরিশ্রম কখনো না কখনো অবশ্যই সফল হয়, নিজের উদ্দেশ্য অর্জনের জন্য একটি পিঁপড়ার আচরণ আমাদের জন্য শিক্ষার অনেক কিছু বিদ্যমান। গন্তব্য যতই দূরে এবং কষ্টকর হোক না কেন পিঁপড়া অনেক সাহস করে নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে থাকে এবং বড় বড় বাধা অতিক্রম করে তবেই ক্ষান্ত হয়। এরূপ নগন্য শরীরের কয়েকটি পিঁপড়া মিলে বড় বড় খাদ্য দানা নিজেদের গর্তে টেনে নিয়ে যায়, এটাও তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে হয়ে থাকে।