Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

          হে আশিকানে গাউছে আযম! আপনারা শুনলেন তো যে, হুযুর গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন নিজের সম্মানিতা আম্মাজানের رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কৃত উপদেশের উপর আমল করলেন তখন আল্লাহ পাক সারা জীবন ডাকাতি করা ব্যক্তিকে তাওবা করার তৌফিক দান করলেন, কিন্তু আফসোস! বর্তমানে ইলমে দ্বীন থেকে দূরত্বের কারণে এমনও গন্ডমুর্খ রয়েছে, যারা পিতামাতাকে বিভিন্ন কষ্ট দিয়ে থাকে, যারা পিতামাতার সাথে কথায় কথায় ঝগড়া বিবাদ করে, পিতামাতাকে খুশি করার পরিবর্তে নিজেদের আত্মতৃপ্তির পেছনে পরে পিতামাতাকে কষ্ট দেয়, যেখানে নিজের ইচ্ছা হয় সেখানে জায়িয ও নাজায়িয পদ্ধতিতে পিতামাতাকে জোড় করে রাজি করানোর চেষ্টা করে থাকে।

 

          হে গাউছে পাকের ভালবাসার দাবীকারীরা! আমাদের আউলিয়ায়ে কিরামগণ رَحِمَہُمُ اللهُ السَّلَام কি পিতামাতার সেবা করতেন না? গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কি মায়ের আনুগত্যে নিজের ৪০ দীনার উৎসর্গ করে দেননি? বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কি সারারাত পানির গ্লাস হাতে নিয়ে মায়ের জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিলেন না? আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতামাতাকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করুন।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

          হে আশিকানে রাসূল! প্রচেষ্টাকারী কিভাবে সফল হয়। মনে রাখবেন! ইবাদতের জন্য ইলমের প্রয়োজন এবং ইলম অর্জনের জন্য চেষ্টা করা খুবই জরুরী। আসুন! এসম্পর্কে একজন অনেক বড় আলিম সাহেবের ঘটনা শ্রবণ করি যে, তাঁর চেষ্টার কারণে তাঁর উপর কিরূপ দয়া হলো।

 

প্রচেষ্টাকারী সফল শিক্ষার্থী

          হযরত আল্লামা সাআদুদ্দীন তাফতাযানি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যাঁর কিতাব আলিম কোর্সের নিসাবে অন্তর্ভূক্ত। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাজী আবদুর রহমান সিরাজী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরসের আসরে সবচেয়ে কম মেধা সম্পন্ন শিক্ষার্থী ছিলেন, বরং কম মেধা সম্পন্নের উদাহরণ তাকে দিয়েই দেয়া হতো। কিন্তু তারপরও তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহস হারান্নি বরং কারো কোন কথাই গ্রাহ্য না করে নিজের পাঠ পড়া এবং মুখস্ত করার জন্য চেষ্টা ও পরিশ্রম অব্যাহত রাখতেন। একদিন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পাঠ মুখস্ত করতে ব্যস্ত ছিলেন, এমন সময় একজন অচেনা ব্যক্তি এসে বললো: সাআদুদ্দীন! উঠো, চলো আমরা ঘুরতে যাই। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আমাকে ঘুরাফেরা করতে সৃষ্টি করা হয়নি। (আমার অবস্থা এমন যে, ) অধ্যয়ন করার পরও আমি কিছুই বুঝতে পারিনা, তো আমি কিভাবে ঘুরতে যেতে পারি? একথা শুনে সেই ব্যক্তি চলে গেলো কিন্তু কিছুক্ষণ পর আবারো ফিরে এলো এবং ঘুরতে যেতে বললো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একই উত্তর দিলেন। সে আবারো চলে গেলো কিন্তু কিছুক্ষণ পর আবারো ফিরে এলো এবং এবার বলতে লাগলো: আপনাকে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডেকেছেন। একথা শুনে তাঁর শরীরে