Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

করিয়ে থাকে, * ফরয জ্ঞান অর্জন করা আবশ্যক এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়, * জ্ঞান আল্লাহ পাকের নির্দেশ সমূহ জানার মাধ্যম,
* জ্ঞান, আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর রেখে যাওয়া সম্পদ, * জ্ঞানের কারণে মানুষের ফযীলত সৃষ্টির মাঝে প্রকাশ করা হয়েছে, * জ্ঞান হলো নূর, * জ্ঞান অজ্ঞতাকে দূর করে, * মানুষের অধিকার সম্পর্কে জানা এবং ঝগড়া বন্ধ করার মাধ্যম, * আল্লাহভীতি অর্জনের উপায়, * জান্নাতবাসীদের পথের নিদর্শন, * জ্ঞান হলো ভয়ে প্রশান্তি, * সফরের সাথী, * একাকিত্বের সাথী, * অভাব ও স্বচ্চলতায় পথনির্দেশক, * শত্রুদের বিরুদ্ধে হাতিয়ার, * বন্ধুদের নিকট অলঙ্কার, * জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক জাতিকে মর্যাদা দান করে কল্যাণের ব্যাপারে নেতা ও ইমাম বানিয়ে দেয়, * জ্ঞান অজ্ঞতার বিপরীতে অন্তরকে জীবিতকারী, * অন্ধকারের বিপরীতে নয়নের আলো, * জ্ঞানের মাধ্যমে বান্দা আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর মর্যাদা পেয়ে যায় এবং * জ্ঞান এমন নূর, যদি কোন কম মেধাবীও তা অর্জন করার চেষ্টা করে, তবে সেও সফলতার ধাপগুলো অতিক্রম করে নেয়।

 

প্রচেষ্টাই সফল করে দিলো

          হযরত সায়্যিদুনা ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর শাগরেদ (ছাত্র) হযরত সায়্যিদুনা ইমাম আবু ইউসুফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললেন: তুমি তো খুবই কম মেধা সম্পন্ন ছিলে, কিন্তু তোমার প্রচেষ্টা এবং অধ্যবসায় তোমাকে অগ্রসর করেছে, সুতরাং সর্বদা অলসতা থেকে বেঁচে থাকো, কেননা অলসতা একটি অনেক বড় আপদ এবং অকল্যানকর বিষয়। (রাহে ইলম, ৫৩ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          হে আশিকানে গাউছে আযম! আপনারা শুনলেন যে, কোটি কোটি হানাফীদের ইমাম হযরত ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর বিশেষ ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে উপদেশ দিলেন যে, অলসতা থেকে বেঁচে থেকো, কেননা এটা অনেক বড় আপদ ও অকল্যানকর বিষয়, যার কারণে মানুষ সফলতা থেকে বঞ্চিত হয়ে যায়, অলসতার কারণে মানুষ তার সফলতা অর্জনে বিফল হয়ে যায়। হযরত ইমাম আবু ইউসুফ
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লাগাতার চেষ্টার কারণে নিজের যুগের অনেক বড় আলিমে দ্বীন, মুফতী এবং কাজী হয়েছিলেন। মনে রাখবেন! অলসতা সফলতার পথে অনেক বড় প্রতিবন্ধক, তা এমনই অকল্যানকর অভ্যাস, যার কারণে অন্যান্য অসংখ্য মন্দ অভ্যাস সৃষ্টি হয়ে যায়। বিভিন্ন ধরনের রোগবালাই এবং বিপদাপদ সব এই অলসতার ফল। সুতরাং এই অভ্যাসকে কখনোই নিজের