Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

 

সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইবাদত

          হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে তাঁর ইন্তিকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন: مَافَعَلَ اللهُ بِكَ؟ অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন: আমি আমার দয়ালূ রবের দীদার করেছি, তখন দয়ালূ রব আমাকে ইরশাদ করলেন: হে ইবনে সাঈদ! তোমাকে মুবারকবাদ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, কেননা যখন রাত হয়ে যেতো তখন তুমি অশ্রুসিক্ত ও অন্তরের নম্রতা সহকারে আমার ইবাদত করতে, জান্নাত তোমার সামনে বিদ্যমান, যেই অট্টালিকা নিতে চাও নিয়ে নাও এবং তুমি আমার যিয়ারত করতে থাকো, কেননা আমি তোমার থেকে দূরে নই। (হিলইয়াতুল আউলিয়া, সুফিয়ান সাওরী, ৭/৭৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ المُبِيْن আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কিরূপ চেষ্টা করতেন, দিন হোক বা রাত তাঁেদর জীবনের উদ্দেশ্য একই থাকতো যে, আমাকে আমার দয়ালূ রবকে সন্তুষ্ট করতে হবে, যখন এই মাহাত্ম ব্যক্তিত্বগণ আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করতেন, যেমনটি করার আদেশ রয়েছে, তখন দয়ালূ রব তাঁদেরকে আপন সন্তুষ্টির সুসংবাদ শুনান। কিন্তু আফসোস! বর্তমানে আমরা দুনিয়াবী কার্যকলাপে তো একে অপরের থেকে অগ্রগামী হওয়ার চেষ্টা করে থাকি, যেমন; কারো আলিশান বাড়ি দেখে তার মতো বানানোর আকাঙ্ক্ষা করি, কাউকে উন্নত পোশাক পরিধান করতে দেখলে তবে তেমনই পরিধান করার আকাঙ্ক্ষা করি, কারো নতুন গাড়ি বা সফল ব্যবসা দেখে মুখে পানি চলে আসে। দুনিয়াবী ধন সম্পদের ভালবাসা এতবেশি বৃদ্ধি পাচ্ছে যে, দিনরাত তা অর্জনের জন্য কষ্ট সহ্য করতে এবং চেষ্টা করতে সামান্যতমও ক্লান্ত হইনা।

          কখনো কি কাউকে নেকী করতে দেখে আমাদের মাঝেও নেকীর চেষ্টা করার প্রেরণা জাগ্রত হয়েছে? কখনো কি কাউকে মসজিদের দিকে যেতে দেখে আমাদেরও পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে প্রথম সারিতে আদায় করার চেষ্টা করার মানসিকতা সৃষ্টি হয়েছে? কাউকে মিসওয়াক, চেহারায় দাড়ি শরীফ এবং মাথায় সবুজ পাগড়ী শরীফ দ্বারা সাজাতে দেখে কখনো কি এই সুন্নাতগুলো পালনের প্রেরণা সৃষ্টি হয়েছে? কোন ইসলামী ভাইকে মাদানী দরস, এলাকায়ে দাওরা, সাপ্তাহিক ইজতিমা ও মাদানী মুযাকারায় অংশগ্রহণ করতে দেখে আমরাও কি সেই কাজের জন্য চেষ্টা করেছি? হায়! যদি অপরকে নেক কাজে লিপ্ত দেখে আমাদের মাঝেও নেককার হওয়ার জন্য চেষ্টা করার প্রেরণা সৃষ্টি হতো। আসুন! ইবাদতের আগ্রহ বৃদ্ধির নিয়্যতে এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঘটনা শ্রবণ করি:

 

সারা রাত ইবাদত এবং সারাদিন রোযা

          হযরত হাবীব নাজ্জার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সারারাত ইবাদত করতেন, সারাদিন রোযা রাখতেন, ইফতারের জন্য যা খাবার উপস্থিত হতো তাও অন্যের মাঝে বন্টন করে দিতেন এবং স্বয়ং সারারাত ক্ষুধার্ত অবস্থায়ই ইবাদতে অতিবাহিত করে দিতেন। যখন সকাল নিকটবর্তী হতো তখন বিনয় ও নম্রতার সহিত আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করতেন: আমি উদাসিনতার