Koshish Kamyabi Ki Kunji Hai

Book Name:Koshish Kamyabi Ki Kunji Hai

নিকটে আসতে দেয়া উচিৎ নয় বরং দ্বীনি ও দুনিয়াবী কাজে সর্বদা সাহস করে লেগে থাকা উচিৎ, কেননা পরিশ্রমী লোক সকলের প্রিয় হয়ে থাকে এবং অলস লোক সব জায়গায় হোঁচট খেয়ে থাকে। অলস লোকেরা না দুনিয়ার কাজ করতে পারে না দ্বীনের কাজ করতে পারে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের উৎসাহ ও প্রশিক্ষণের জন্য এই দোয়া করতেন: اَللّٰھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْکَسْلِ অর্থাৎ হে আল্লাহ পাক! আমি অলসতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, ৫/ ১৭৪৯২, হাদীস ৩৪৯৬)

 

নেক আমল নম্বর ২৪

          প্রিয় ইসলামি ভাইয়েরা! নিজেকে নেককার বানাতে ও নেকীর উপর অটল থাকার জন্য দাওয়াতে ইসলামির দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। اَلْحَمْدُ لِلّٰه আমাদের পীরও মুর্শিদ, শায়খে ত্বরীকত, আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর মুরীদ ও ভক্তবৃন্দ এবং আশিকে রাসুলদের সুন্নাত অনুসারে জীবন অতিবাহিত করার  জন্য “নেক আমল”এর পুস্তিকা দান করেছেন। এই পুস্তিকার বরকতে اِنْ شَآءَ الله আমরা নেকীর উপর অটলতা পেতে সফল হয়ে যাবো। আসুন! এই নেক আমল সমূহ হতে একটি নেক আমলের ব্যাপারে শুনি। নেক আমল নম্বর ২৪ আজকে কি আপনি দ্বীনি দরস (মসজীদ, দোকান, বাজার ইত্যাদি যেখানে সুবিধা হয়) দিয়েছেন বা শুনেছেন? আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিকতার সাথে নেক আমলের পুস্তিকা পুরন করার এবং প্রত্যেক মাসে জমা করানোর তাওফিক দান করুন। আমিন,

 

আইটি (I.T) বিভাগ

          মানুষ জীবনের উন্নতির স্তর অতিক্রম করে আজ যেই সময়ে অতিক্রম করছে, এর মধ্যে কম্পিউটার এবং ইন্টারনেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। বর্তমান যুগে ইন্ফরমেশন টেকনোলজি কোন না কোন ভাবে জীবনের সকল বিভাগে বিপুল প্রবাবিত। اَلْحَمْدُ لِلّٰه আশেকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামি উম্মতের সংশোধনের জন্য পুরো দুনিয়াই ইসলামের বাহার ছড়ানোর জন্য যতগুলো মজলীশ ও বিভাগ প্রতিষ্টা করেছেন সেগুলোর মধ্যে থেকে একটি বিভাগ হলো “আইটি ডিফার্টমেন্ট” যেটার কাজ হলো ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে পুরো পৃথিবীর লোকদের নিকট ইসলামি শিক্ষা উপস্থাপন করা। আইটি বিভাগের প্রতিনিধিত্বে আ’লা হযরত এর বিশ্বজনিন ফাতোয়ায়ে রজবিয়া শরীফ এবং কানযুল ঈমানের অনুবাদকে সপ্টওয়ের আকারে পেশ করাও যেটা শত প্রশংসার দাবিদার। তাওকিত (সময়) বিভাগ এর সহযোগীতায় একটি মোবাইল এপ্লিকেশন (Prayer Times) পরিচিতি করানো হয়, যেটা ২৭ লাখেরও বেশি জায়গার জন্য নামাযের সঠিক সময় জানার ক্ষেত্রে সীমাহীন উপকারি। আল মদীনা সপ্টওয়ের এর মাধ্যমে দুই শতের (২০০) অধিক কিতাব খুব সহজে অধ্যয়ন করা। اَلْحَمْدُ لِلّٰه আইটি বিভাগ  এছাড়া আরো অনেক মোবাইল এপ্লিকেশনও তৈরী করেছেন, যেগুলোর মধ্যে “আল কোরআন” “কোরআন টিচার” “ফয়জানে হাদিস” “দারুল ইফতা আহলে সুন্নাত”, রুহানী ইলাজ আর এছাড়া আরো অনেক এপ্লিকেশন তৈরী করে দাওয়াতে ইসলামির ওয়েব সাইটে এসে গেছে আপনারা ওই এপ্লিকেশন গুলি দাওয়াতে ইসলামির ওয়েব সাইট থেকে ডাউন লোড করতে পারবেন।