Book Name:Surah e Zilzal

এবং যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করুন! নেক আমলের উপর আমল ও মাদানী কাফেলায় সফর করুন। اِنْ شَآءَ الله এর বরকতে গুনাহ বর্জন, নেকী করা ও কবর এবং আখিরাতের প্রস্তুতি গ্রহন করার মানসিকতা হবে। নেক আমলের মধ্য হতে নেক আমল নম্বর ৪২ যথা: আপনি আজ বিনয়ের এমন কোন শব্দ যা অন্তর সমর্থন করে না তা বলে নিফাক বা রিয়াকারীর অপরাধ তো করেননি? যেমন; মানুষের মনে নিজের সম্মান তৈরীর জন্য এভাবে বলা: আমি নগন্য, অধমআর মন তা সমর্থন করে না। এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা নিফাক ও রিয়াকারীর মতো বাতেনী গুনাহ থেকে বেঁচে যাবো।

          আল্লাহ পাক আমাদেরকে নেক আমল পুস্তিকা পূরণ ও প্রতিমাসে যিম্মাদার ইসলামী ভাইয়ের নিকট জমা করানোর তাওফিক দান করুন। اٰمِين

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মাদরাসাতুল মদীনা অনলাইন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে নেকী করার, গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা দেয়া হয়, সুতরাং আমাদের উচিত আমরা যেনো নেকী করতে, গুনাহ থেকে বেঁচে থাকতে, ইলমে দ্বীন বৃদ্ধি করতে এবং নবীপ্রেম বৃদ্ধি করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি, اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী প্রায় ৮০টির চেয়েও অধিক বিভাগের মাধ্যমে নেকীর দাওয়াত ছড়িয়ে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে, যার মধ্য হতে একটি বিভাগ হলো মাদরাসাতুল মদীনা অনলাইন। শাওয়ালুল মুকাররম ১৪৩২ হিজরি অনুযায়ী সেপ্টেম্বর ২০১১ সালে মাদরাসাতুল মদীনা অনলাইন বিভাগ গঠন করা হয়েছে। এই বিভাগের অধিনে ইন্টারনেটের মাধ্যমে অনেক দেশের মুসলমানদের না শুধুমাত্র সঠিক মাখারিজ সহকারে কুরআনে পাকের শিক্ষা দেয়া হয় বরং ইসলামের মৌলিক শিক্ষা যেমন: অযু, গোসল, তায়াম্মুম, আযান, নামায, যাকাত, রোযা ও হজ্ব ইত্যাদির মাসায়িলও শেখানো হয়ে থাকে। দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট (www.dawateislami.net) এ এই বিভাগের বিস্তারিত বিষয়াদি ও ফরম (Admission Form) ও বিদ্যমান রয়েছে, সুতরাং মাদরাসাতুল মদীনা অনলাইনের মধ্যে ভর্তি হতে ইচ্ছুক ইসলামী ভাই দাওয়াতে ইসলামীর এই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের সমাপ্তিতে সুন্নাতের ফযিলত ও কিছু আদব বর্ণনা করার সৌভ্যগ্য অর্জন করছি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।

(মিশকাত, খন্ড: ১, পৃ: ৫৫, হাদিস: ১৭৫)