Book Name:Surah e Zilzal

দিন যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন তো এই যমিন কথা বলবে এবং আমাদের আমলের ব্যাপারে সংবাদও দিবে।

 

কিয়ামতের দিন যমিন সাক্ষ্য দিবে

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই আয়াত: یَوْمَئِذٍ تُحَدِّثُ  اَخْبَارَهَا তিলাওয়াত করলেন, অতঃপর বললেন: তোমরা কি জানো যে এই (যমিন) এর সংবাদ কি? সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ বললেন: আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালো জানেন। রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: যমিনের সংবাদ হলো এটি যে যমিন পুরুষ ও নারীর ব্যাপারে তাদের আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে যা তারা তার পিঠের উপর করেছে, সে বলবে: সে অমুক দিন এই আমল করেছে এবং সে অমুক দিন এই আমল করেছে, এটাই হলো তার সংবাদ। (তিরমিযী, ৫৭৭ পৃ:, হাদিস: ২৪২৯)

          মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন মাওলা আলী মুশকিল কোশা رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র স্বভাব ছিলো যে তিনি যখন বায়তুল মাল থেকে ভান্ডার বন্টন করতেন তো সেখানে নামায আদায় করতেন এবং বায়তুল মালের দরজা ও দেয়াল, এবং সেটার যমিনকে সম্বোধন করে বলতেন: বায়তুল মালের দরজা ও দেয়াল! সাক্ষী হয়ে যাও! আমি সত্য সহকারে তোমার মধ্যে ভান্ডার রেখেছি এবং সত্য সহকারেই ব্যয় করেছি। (তাফসীরে কবীর, পারা: ৩০, সূরা যিলযাল, আয়াতের পাদটিকা: ১১, পৃ: ২৫৫)

 

          হে আশিকানে রাসূল! এই যমিন যেহেতু কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, সুতরাং এর ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন, আমাদের উচিত যমিনকে আমাদের নেকী সমূহের সাক্ষী বানানো, যমিনের উপর নামায পড়া, আল্লাহ পাকের যিকির করে এই যমিনকে, এই বৃক্ষাদিকে, পাথরগুলোকে, যমিনের ধূলিকণাগুলোকে নিজেদের সাক্ষী বানিয়ে নেয়া।

 

রাস্তাকে আল্লাহ পাকের যিকিরের সাক্ষী বানাতেন

          হযরত আবুল মালিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক স্বভাব ছিলো কোথাও যাওয়ার সময় তিনি আল্লাহ পাকের যিকির করতে থাকতেন, যদি কখনো আল্লাহ পাকের যিকির করতে ভুলে যেতেন তবে  পূনরায় ফিরে আসতেন আর দ্বিতীয়বার সেই রাস্তায় আল্লাহ পাকের যিকির করে অতিত্রুম করতেন আর বলতেন: আমি চাই যে যমিনের যেই অংশ দিয়ে অতিত্রুম করবো সেটা যেনো কিয়ামতের দিন আমার যিকিরের সাক্ষ্য দেয়।

(তানবীহুল মুগতাররীন, ৮৮ পৃ:)

 

          سُبْحَانَ الله! আমাদের বুযুর্গদের আদর্শ কিরুপ সুন্দর ছিলো যে, যদি কোন গলি দিয়ে অতিবাহিত করার সময় আল্লাহ পাকের যিকির করা ভুলে যেতেন তাহলে পূনরায় ফিরে আসতেন এবং আবারও সেই রাস্তা দিয়ে আল্লাহ পাকের যিকির করে অতিত্রুম করতেন যে, কোন গলি, কোন রাস্তা যেনো এমন না থাকে যেটা আল্লাহ পাকের যিকির থেকে খালি থেকে যায়। আফসোস! আর হলাম আমরা যারা অলসতার মধ্যে রয়েছি, আফসোস! এমন হতভাগাও রয়েছে যারা সফরের মধ্যে গুনাহে লিপ্ত থাকে, কারের মধ্যে, বাসে, ট্রেন ও বিমান ইত্যাদির