Book Name:Surah e Zilzal

বড় মজবুত ভবন ধ্বসে পড়ে, মানুষ যতই শক্তিশালী হোক না কেনো, কেঁপে উঠে, এখন একটু সেই ভূমিকম্পের ব্যাপারে কল্পনা করে দেখুন! যখন পাহাড়ের শিকড়গুলো নড়াচড়া করবে না বরং স্বয়ং পাহাড় কেঁপে উঠে তুলার ন্যায় আকাশে উড়তে থাকবে, তারকারাজি বৃষ্টির মতো করে যমিনে নিক্ষিপ্ত হবে, চাঁদ ও সূর্য আলোহীন হয়ে যাবে, ঐসময় যেই ভূমিকম্প হবে, সেটার তীব্রতার ব্যাপারে কি কল্পনা করা যাবে? কোন বৈজ্ঞানিক যন্ত্র কি রয়েছে যেটা সেই ভূমিকম্পকে পরিমাপ করতে পারবে...? কখনো না!!!

 

উদহারণসহ কিয়ামতের ভূমিকম্পের ব্যাখ্যা

          অদৃশ্যের সংবাদদাতা নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের এই ভয়াবহ ভূমিকম্প একটি উদাহরণ দ্বারা বুঝিয়েছেন, হাদিসের ব্যাখ্যা: ওই সময় যমিনের উদাহরণ এমন হবে, যেনো সমুদ্রের একটি নৌকা তুফানের কবলে পড়েছে আর চারিদিক থেকে প্রবল তুফানের ঢেউ এসে সেই নৌকাটিকে ধাক্কা দিচ্ছে আর নৌকার যাত্রীরা মুখ নিচের দিকে হয়ে ডুবে যাচ্ছে, যেমনিভাবে সেই নৌকাটি দোলবে, কিয়ামতের দিনের ভূমিকম্পের সময় যমিনও তেমনিভাবে নড়াচড়া করবে।

(মুসনাদে ইসহাক বিন রাহওয়াইয়াহ, মুসনাদু আবি হুরায়রা, খন্ড: ১, পৃ: ২৬১, হাদিস: ১০)

 

কিয়ামতের দিনের ভূমিকম্পের ভয়াবহতা

          পারা: ১৭, সূরা হজ্ব, আয়াত: ১ ও ২ এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন:

اِنَّ  زَلْزَلَۃَ  السَّاعَۃِ  شَیْءٌ  عَظِیْمٌ (۱) یَوْمَ تَرَوْنَہَا تَذْھَلُ کُلُّ مُرْضِعَۃٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَ تَضَعُ کُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَہَا                                           কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ক্বিয়ামতের প্রকম্পন অতি ভয়ংকর বস্তু। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, প্রত্যেকটি স্তন্যদাত্রী আপন দুগ্ধপায়ী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে।

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন কিয়ামতের ভূমিকম্প সংগঠিত হবে, তখন দুগ্ধপানকারীনি মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, আতঙ্কের কারণে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, তখন অদ্ভুত একটা পরিস্থিতি হবে, মানুষ এদিক সেদিক পালিয়ে বেড়াবে, একে অপরকে ডাকতে থাকবে।

(মুসনদে ইসহাক বিন রাহওয়াইয়াহ, মুসনাদু আবি হুরায়রা, খন্ড: ১, পৃ: ২৬১, হাদিস: ১০)

 

 

 

          হে আশিকানে রাসূল! এটা হলো কিয়ামতের ভূমিকম্প...! যেটা দুনিয়াকে ধ্বংস ও বরবাদ করে দিবে। এই ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন:

اِذَا  زُلْزِلَتِ الْاَرْضُ  زِلْزَالَہَا  ۙ(۱)      কানযুল ঈমান থেকে অনুবাদ: যখন যমীনকে থরথর করে কাঁপানো হবে। যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে।

 

সূরা যিলযালের দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা

          সূরা যিলযালের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন: