Book Name:Surah e Zilzal

মধ্যে সিনেমা, নাটক দেখে আর গান শুনে শুনে সময় কাটায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মোবাইলে গান শুনে অথবা গুণগুণ করে গান গেয়ে গেয়ে যায়। এমন লোকদের চিন্তা করা উচিত যে তারা যমিনকে কোন বিষয়ে সাক্ষী বানিয়ে রাখছে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: تَحَفَّظُوْا مِنَ الْاَرْضِ অর্থাৎ যমিন থেকে বেঁচে থাকো...! فَاِنَّہَا اُمُّکُم নিশ্চয় এটি তোমাদের মূল وَاِنَّہٗ لَیْسَ مِنْ اَحَدٍ عَمِلَ عَلَیْہَاخَیْراً وَّ شَرّاًاِلَّا ِهیَ مُخْبِرَةٌ যেই বান্দা এই যমিনের উপর বিন্দু পরিমাণ নেকী করবে অথবা মন্দ কাজ করবে, কিয়ামতের দিন এই যমিন সেই ব্যাপারে সাক্ষ্য দিবে। 

 

সাতটি ঢিল পাহাড় হয়ে গেলো...!

          اَلْحَمْدُ لِلّٰه আমাদের বুযুর্গদের অভ্যাস ছিলো তারা যমিনকে নিজেদের সাক্ষ্য বানিয়ে নিতেন। সায়্যিদি আলা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার জাবালপুর তাশরিফ নিলেন, সেখানে তিনি পাহাড়ের নিকট দিয়ে অতিত্রুম করলেন, তাঁর সাথে যেসব মুরিদ ও অন্যান্য লোক ছিলো, তারা বিভিন্ন কথাবার্তা বলছিলো, এতে পীরে কামিল সায়্যিদি আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এসব পাহাড়কে কালিমায়ে শাহাদাত পাঠ করে সাক্ষী কেনো বানিয়ে নিচ্ছো না...!! অতঃপর তিনি একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনালেন: এক ব্যক্তির সাধারণত অভ্যাস ছিলো যখন মসজিদে যেতেন তখন ৭টি ঢিল যা মসজিদের বাহিরে রাখা ছিলো, কালিমায়ে শাহাদাত পাঠ করে সেগুলোকে তাঁর ঈমানের সাক্ষী বানিয়ে নিতেন, একইভাবে যখন ফিরে আসতেন তখনও সাক্ষী বানিয়ে নিতেন। তাঁর ইন্তেকালের পর ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে গেলো, সেই সাতটি ঢিল পাহাড়ে পরিণত হয়ে জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দিলো আর বললো: আমরা এর কালিমায়ে শাহাদাতের সাক্ষী। এইভাবে ঢিলগুলোকে সাক্ষী বানানোর বরকতে তিনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করলেন। অতঃপর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সকলকে উৎসাহ দিতে গিয়ে বললেন: যেহেতু ঢিল পাহাড় হয়ে জাহান্নাম থেকে অন্তরালে পরিণত হয়ে গেলো তো এগুলোও তো পাহাড়। এটা শুনে সকলে উচ্চ আওয়াজে কালিমায়ে শাহাদাত পাঠ করতে লাগলো। (মলফুযাতে আলা হযরত, ৩১৩ পৃ:, সারাংশ)

 

          আমীরে আহলে সুন্নাতের উত্তরসূরী, আলহাজ্ব মাওলানা উবাইদ রযা আত্তারী মাদানী مُدَّ ظِلُّهُ الْعَا لِى বলেন: ১৪১৮ হিজরির কথা, আমরা শারজাতে ছিলাম, একবার কোথাও যাচ্ছিলাম শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ একটি বৃক্ষের নিচে দাঁড়ালেন আর উঁচু আওয়াজে কালিমা পাঠ করলেন, জিজ্ঞাসা করাতে বললেন: اَلْحَمْدُ لِلّٰه আমি এই বৃক্ষটিকে উচ্চ আওয়াজে কালিমায়ে তায়্যিবা শুনিয়ে নিজের ঈমানের সাক্ষী বানিয়েছি।

          আল্লাহ পাক আমাদেরও যমিনকে, বৃক্ষকে, পাথর ইত্যাদিকে নিজেদের নেকী সমূহের, নিজেদের ঈমানের সাক্ষী বানানোর তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد