Book Name:Surah e Zilzal

মিসওয়াকের সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১৬৩ মাদানী ফুলথেকে মিসওয়াকের সুন্নাত ও আদব শ্রবণ করুন। প্রথমে দুইটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: * মিসওয়াক করে দুই রাকাত (নামায) আদায় করা মিসওয়াক করা ব্যতীত সত্তর (৭০) রাকাতের চেয়ে উত্তম। (আত তারগীব ওয়াত তারহীব, ১/১০২ পৃ:, হাদিস: ১৮) * মিসওয়াক ব্যবহার করা নিজের জন্য আবশ্যক করে নাও কেননা এতে মুখের পরিচ্ছন্নতা ও (এটি) আল্লাহ পাকের নৈকট্যতার কারণ। (মুসনদে ইমাম আহমদ বিন হাম্বল, ২/৪৩৮ পৃ:, হাদিস: ৫৮৬৯) * হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا হতে বর্ণিত, মিসওয়াকের মধ্যে দশটি উপকারিতা রয়েছে: (কয়েকটি হলো) মুখ পরিষ্কার করে, দাঁতের মাড়ি শক্ত করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, কফ দূরীভূত করে, মুখের দূর্গন্ধ দূর করে, সুন্নাতের অনুসরণ হয়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হোন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘোষণা

          মিসওয়াকের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করবেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)