Book Name:Surah e Zilzal

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সূরা যিলযালের ফযিলত

          সাহাবিয়ে রাসূল হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে (ব্যাক্তি) সূরা যিলযাল তিলাওয়াত করলো, এটি তার জন্য অর্ধ কুরআনের সমান, যে (ব্যাক্তি) সূরা কাফিরুন পাঠ করলো, এটি তার জন্য এক চতুর্থাংশ (One 4th) কুরআনের সমান এবং যে সূরা ইখলাস তিলাওয়াত করলো, এটি তার জন্য এক তৃতীয়াংশ (One 3rd) কুরআনের সমান।

(তিরমিযী, কিতাব: ফাযায়িলুল কুরআন, ৬৭২ পৃ:, হাদিস: ২৮৯৩) 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সূরা যিলযাল মাদানী সূরা * ৩০ পারা কুরআনের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সূরার অন্তর্ভূক্ত * এই সূরার মধ্যে একটি রুকু, ৮টি আয়াত এবং ৩৫টি শব্দ রয়েছে। (তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৩০, সূরা যিলযাল, খন্ড: ১০, পৃষ্ঠা: ৭৮৭)

 

আজীবনের জন্য খুবই চমৎকার উপদেশ

          কুরবান হয়ে যান! এই ৩৫টি শব্দের মধ্যে খুবই সুন্দর উপদেশ দেয়া হয়েছে যদি আমরা শুধুমাত্র একটি উপদেশও মজবুত সহকারে পালন করতে পারি এবং সেটার উপর পরিপূর্ণরুপে আমলকারী হয়ে যাই তবে আমাদের পুরোটা জীবন সুন্দর হয়ে যাবে। একবার এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত হলো আর বললো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে কুরআনে করীমের একটি ব্যাপক সূরা পড়িয়ে দিন! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে সূরা যিলযাল তিলাওয়াত করে শুনালেন, যখন তিনি এই সূরা সম্পূর্ণ তিলাওয়াত করে নিলেন তো সেই ব্যাক্তিটি আরয করলো: সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে প্রেরণ করেছেন! আমি সব সময় এটার উপর অটল থাকবো এবং এটা থেকে কিছু বৃদ্ধি করবো না। এটা বলে সেই ব্যাক্তিটি ফিরে গেলো। এতে আল্লাহ পাকের প্রিয় হাবিব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২বার বললেন: اَفْلَحَ الرُّوَیْجِلُ اَفْلَحَ الرُّوَیْجِلُ লোকটি সফল হয়ে গেলো, লোকটি সফল হয়ে গেলো। (সুনানে আবু দাউদ, ২৩০ পৃ:, হাদিস: ১৩৯৯)

 

          হযরত যায়েদ বিন আসলাম رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, একবার এক ব্যাক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’র দরবারে উপস্থিত হলো, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: এই (নতুন আগমনকারী ব্যাক্তি) কে কুরআনে কারীম শেখাও...! সেই সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ ঐ ব্যক্তিকে সূরা যিলযাল শেখানো শুরু করলেন, যখন তিনি সূরা যিলযালের সপ্তম আয়াত শেখালেন তখন সেই ব্যাক্তিটি বললো: ব্যাস! আমার জন্য যথেষ্ট। সেই সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সে এখনো সপ্তম আয়াত পর্যন্ত শিখেছে মাত্র আর সে বলছে: আমার জন্য যথেষ্ট। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ