ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

বেনামাযীদের নামাযী বানানোর সৌভাগ্য নসিব হয়ে থাকে, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়ার মধ্যে অংশ ও নেকীর দাওয়াত দেয়ার সুযোগ মিলে থাকে।

 

 

          আল্লাহ পাক আমাদেরকে উৎফুল্লমনে দ্বীনি কাজে অংশগ্রহন করার তাওফিক দান করুক। اٰمِين

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কয়েদীদের সংশোধন বিভাগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সুগন্ধিময় দ্বীনি পরিবেশ ভালো সংস্পর্শ প্রদান করে থাকে, এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে লাখো লোক গুনাহভরা জীবন থেকে তাওবা করে নেকী ভরা জীবন অতিবাহিত করছে। اَلْحَمْدُ لِلّٰه দ্বীন প্রচারের মুবারকময় স্পৃহা নিয়ে মুসলমান কয়েদীদের সুন্নাতে ভরা প্রশিক্ষণের জন্য বিশ্বের অনেক জেলখানায় দাওয়াতে ইসলামীর কয়েদীদের সংশোধন বিভাগএর মাধ্যমে দ্বীনি কাজ চলমান রয়েছে। পাকিস্থানের অনেক জেলখানার মধ্যে কুরআন শিক্ষার জন্য মাদরাসাতুল মদীনা প্রতিষ্ঠা করা হয়েছে, اِنْ شَآءَ الله সমস্ত জেলখানার মধ্যে এই মাদরাসা  প্রতিষ্ঠা করা হবে। অনেক জেলখানার মধ্যে প্রতিদিন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা থেকে দরস প্রদান করা হয়, এবং অনেক জেলখানার মধ্যে মাসিক ও সাপ্তাহিক ইজতিমায়ে যিকর ও নাত এর ব্যবস্থা রয়েছে। অসহায় কয়েদীদেরকে দাওয়াতে ইসলামীর রুহানী চিকিৎসাবিভাগ এর পক্ষ থেকে তাবিয ফি সাবিল্লিাহ (বিনামূল্যে) প্রদান করা হয়ে থাকে। জেলখানা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা করা হয়ে থাকে। যেমন ৪১ দিনের নেক আমল ও মাদানী কাফেলা কোর্স, ৬৩ দিনের তরবিয়্যতি কোর্স, ১২ দিনের মাদানী কোর্স, ইমামত কোর্স ও মুদাররিস কোর্স ইত্যাদিরও ব্যবস্থা রয়েছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কবরস্থানে হাজিরি দেয়ার সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান সমাপ্তির দিকে, আসুন! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১৬৩ মাদানী ফুল পৃষ্ঠা নম্বর ৩৬ থেকে কবরস্থানে হাজিরি দেয়ার সুন্নাত ও আদব শ্রবণ করি। প্রথমে একটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী শ্রবণ করুন, তিনি ইরশাদ করেন: আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর যিয়ারত করো কেননা সেটা দুনিয়ার প্রতি বিমুখতার কারণ ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। (ইবনে মাজাহ, ২/২৫২ পৃ:, হাদিস: ১৫৭১) * (ওলী আল্লাহদের মাযার শরীফ বা) কোন মুসলমানের কবর যিয়ারত করতে চান তবে মুস্তাহাব হলো এটি যে, প্রথমে নিজের ঘরে (মাকরুহ সময় না হলে) দুই (২) রাকাত নফল পড়া, প্রতি রাকাতে সূরা ফাতেহার পর একবার (১) আয়াতুল কুরসী, আর