ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সত্যিকার বান্দা ও সত্যিকার মাহবুব!

          হযরত মুহাম্মদ বিন আহমদ মুফিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি হযরত সায়্যিদুনা জুনাইদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বলতে শুনেছি, আমি হযরত সায়্যিদুনা সারী সাকতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে ঘুমিয়ে ছিলাম তিনি আমাকে জাগ্রত করলেন আর বলতে লাগলেন: হে জুনাইদ! আমি দেখলাম যে আমি আল্লাহ পাকের দরবারে দন্ডায়মান রয়েছি আর আমাকে বলা হলো: হে সারী! আমি মাখলুক সৃষ্টি করলাম তো সকলে আমার ভালোবাসার দাবি করলো। অতঃপর আমি দুনিয়া সৃষ্টি করলাম তো নব্বই শতাংশ (৯০%) পালিয়ে গেলো আর দশ শতাংশ (১০%) অবশিষ্ট রইলো। অতঃপর আমি জান্নাত সৃষ্টি করলাম তো অবশিষ্টদের মধ্য হতে নব্বই শতাংশ (৯০%) পালিয়ে গেলো আর শুধুমাত্র দশ শতাংশ (১০%) অবশিষ্ট রইলো। এরপর আমি যখন এদের উপর সামান্য বিপদ অবতীর্ণ করলাম, তো সেই অবশিষ্টদের সংখ্যাও শুধুমাত্র দশ শতাংশ (১০%) রয়ে গেলো আর বাকী নব্বই শতাংশ (৯০%) পালিয়ে গেলো। আমি অবশিষ্টদের জিজ্ঞাসা করলাম: না তোমরা দুনিয়াকে চেয়েছো, না জান্নাতের প্রত্যাশা করেছো, আর না বিপদ থেকে পালিয়েছো। যাইহোক! তোমরা কি চাও? আর তোমাদের উদ্দেশ্য কি?” তো তারা বললো: আমাদের লক্ষ্যই তো তুমি, যদিওবা তুমি আমাদের উপর বিপদ অবতীর্ণ করো, তারপরও আমরা তোমার ভালোবাসা ছাড়বো না।আমি তাদেরকে বললাম: আমি তোমাদেরকে এমন এমন বিপদ ও পরীক্ষায় ফেলবো যা পর্বতমালারও সহ্য করার শক্তি নেই, তো তোমরা কি সেগুলোর উপর ধৈর্যধারণ করবে?” তারা বললো: কেনো নয়, মাওলা! যদি তুমি পরীক্ষায় নিক্ষেপকারী হও, তবে যেমনটি চাও পরিক্ষা করে নাও।অতঃপর বললেন: হে সারী! এটাই আমার সত্যিকার বান্দা ও সত্যিকার বন্ধু।

(হিকায়াঁেত অর নসীহঁেত, ২৫৬ পৃ:)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত ঘটনা থেকে প্রতীয়মান হলো আল্লাহ পাকের নেককার বান্দারা সর্বাবস্থায় ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, তাঁর সন্তুষ্টির উপর রাজি থাকে এবং কখনো মুখে অভিযোগ আনে না, এসমস্ত লোকেরাই হলো আল্লাহ পাকের সত্যিকার মাহবুব। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরও উচিত, তাঁর পক্ষ থেকে আসা বিপদের উপর ধৈর্যধারণ করার অভ্যাস করা, ঈমানদারগণ আল্লাহ পাককে কেমন ভালোবাসেন, আসুন! শ্রবণ করি, যথা

          পারা ২, সূরা বাকারা, আয়াত ১৬৫ ইরশাদ হচ্ছে:

وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا  لِّلّٰہِ

(পারা: ২, সূরা বাকারা, আয়াত: ১৬৫)                কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ঈমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালোবাসা নেই।