ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

আল্লাহ পাকের নিয়ামত নিয়ে চিন্তা গবেষণা করা,

আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ এবং তাঁর ছোট বড় বাহ্যিক ও অভ্যন্তরীণ নিয়ামতসমূহকে সর্বক্ষণ দৃষ্টিগোচরে রাখাও আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এই বিষয়ে কোন সন্দেহ নেই যে আল্লাহ পাক তাঁর বান্দাদের উপর অসংখ্য অনুগ্রহ করেছেন, যমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে খুঁটি ছাড়া প্রতিষ্ঠিত করেছেন, নিজের পথ প্রদর্শিত করতে ও সত্যের দাওয়াত দেয়ার জন্য নবী ও রাসূলগণদের عَلَیْهِمُ السَّلَام প্রেরণ করেছেন, এছাড়াও যদি আমরা নিজেদের ব্যাপারে গভীর চিন্তাভাবনা করে দেখি তবে প্রতীয়মান হবে যে আল্লাহ পাক  আমাদেরকে কতো অসংখ্য নিয়ামত দান করেছেন, যেমন আমাদের সৃষ্টি করেছেন এবং জীবন বাঁচিয়ে রাখার জন্য শ্বাস নেয়া ও বের করার শক্তি দান করেছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, স্পর্শ করার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দান করেছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন, সুঘ্রাণ নেয়ার জন্য নাক দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন এবং অসংখ্য এমন নিয়ামত দান করেছেন, যেগুলোর ব্যাপারে আমরা আজ পর্যন্ত কোন চিন্তাই করিনি, অথচ তাঁর একটি ছোট নিয়ামত আমাদের অনেক বছরের ইবাদত ও রিয়াযতের চেয়েও উত্তম। সুতরাং বর্ণিত আছে যে, পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি যে চারশত (৪০০) বছর আল্লাহ পাকের ইবাদত করেছে, তার আমলনামার মধ্যে কোন গুনাহ থাকবে না। কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ পাকের হুকুম হবে এর চারশত বছরের ইবাদত এক পাল্লায় আর আমার নিয়ামত সমূহের মধ্য হতে শুধুমাত্র চোখের নিয়ামত অন্য পাল্লায় রাখো।পরিমাপ করা হবে, তার চারশত (৪০০) বছরের আমলের চেয়ে এই একটি নিয়ামত অনেকগুণ বেশি হবে। (মালফুযাত, ২৮২ পৃ:) সুতরাং আমাদেরকে তাঁর দানকৃত নিয়ামতগুলো সব সময় স্মরণ রেখে সেগুলোর শোকরিয়া আদায় করতে থাকা উচিত।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সংশোধনের চমৎকার ধরন:

          এক ব্যক্তি হযরত ইউনুস বিন উবাইদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হয়ে নিজের দারিদ্রতার ব্যাপারে অভিযোগ করতে লাগলো, তিনি তাকে জিজ্ঞাসা করলেন: যেই চোখ দিয়ে দেখছো, সেগুলোর বিনিময়ে কি তুমি একলাখ দিরহাম নিবে?” সে বললো: না।বললেন: তোমার এক হাতের মূল্য কি একলাখ দিরহাম?সে বললো: না।এরপর বললেন: তাহলে কি পায়ের বিনিময়ে?উত্তর দিলো: না।রেওয়ায়েতকারী বলছেন তিনি তাকে আল্লাহ পাকের অন্যান্য নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেয়ার পর বললেন: আমি তো তোমার মধ্যে লক্ষ লক্ষ (টাকার সম্পদ) দেখতে পাচ্ছি আর তুমি দারিদ্রতার অভিযোগ করছো?” (হিলয়াতুল আউলিয়া, নং: ২০২, হাদিস: ৩০১৭, ৩/২৫ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! যেই সৌভাগ্যবান মুসলমান পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণ করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মিলিত হয়, উদাহরণস্বরুপ দাওয়াতে ইসলামীর