ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

তিনবার (৩) সূরা ইখলাস পাঠ করা আর সেই নামাযের সাওয়াব সাহেবে কবরকে পৌঁছে দেয়া, আল্লাহ পাক সেই মৃত বান্দার কবরে নুর সৃষ্টি করবেন এবং সেই (সাওয়াব প্রেরণকারী) ব্যক্তিকে অনেক সাওয়াব দান করবেন। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৫০ পৃ:) * মাযার শরীফ অথবা কবর যিয়ারতে যাওয়ার সময় রাস্তায় অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত না হওয়া। (প্রাগুক্ত) * কবরস্থানে সেই সাধারণ রাস্তা দিয়ে চলুন, যেখানে অতীতে কোন মুসলমানের কবর ছিলো না, যেই রাস্তাটি নতুনভাবে বানানো হয়েছে সেটা দিয়ে যাবেন না। রদ্দুল মুহতারএ রয়েছে: (কবরস্থানে কবর কেটে) যেই নতুন রাস্তা তৈরী করা হয়েছে সেটা দিয়ে চলাচল করা হারাম। (রদ্দুল মুহতার, ১/৬১২ পৃ:) বরং নতুন রাস্তা যেটা (রাস্তা হওয়ার) ব্যাপারে শুধুমাত্র ধারণা হয় তবুও সেটার উপর দিয়ে চলাচল নাজায়িয ও গুনাহ। (দুররে মুখতার, ৩/১৮৩ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘোষণা

          কবরস্থানে হাজিরি দেয়ার অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বলা হবে, সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

 

 (২) সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ