ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

          আল্লাহ পাকের ভালোবাসা সম্বলিত যেই আয়াতটি আমরা শ্রবণ করলাম, এটার ব্যাখ্যায় তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে।

          আল্লাহ পাকের মাকবুল বান্দাগণ, সমস্ত সৃষ্টির চেয়েও বেশি আল্লাহ পাককে ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসায় বেঁচে থাকা আর আল্লাহ পাকের ভালোবাসায় মৃত্যুবরণ করা, তাঁদের জীবনের লক্ষ্য হয়ে থাকে। নিজের প্রতিটি খুশির উপর আপন প্রতিপালকের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, নরম ও আরামদায়ক বিছানার চেয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাকের স্মরণে কান্না করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যাকুল হওয়া, শীতের লম্বা রাতগুলোতে কিয়াম (তথা নামায) আদায় ও গরমের লম্বা দিনগুলোতে রোযা পালন, আল্লাহ পাকের জন্য ভালোবাসা, তাঁর খাতিরে শত্রুতা পোষণ, তাঁরই খাতিরে কাউকে কিছু দেয়া এবং তাঁরই খাতিরে কারো থেকে মুখ ফিরিয়ে নেয়া, নিয়ামতের উপর কৃতজ্ঞতা প্রকাশ, মুসিবতে ধৈর্য, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা, নিজের প্রতিটি বিষয় আল্লাহ পাকের নিকট সমর্পণ করা, আল্লাহ পাকের বিধানের উপর আমলের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা, হৃদয়কে অন্য কারো ভালোবাসা থেকে পবিত্র রাখা, আল্লাহ পাকের বন্ধুদের প্রতি ভালোবাসা ও আল্লাহ পাকের শত্রুদের ঘৃণা করা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মুখাপেক্ষি থাকা, আল্লাহ পাকের প্রিয় রাসূল ও মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মন ও প্রাণ থেকে ভালোবাসা, আল্লাহ পাকের কালাম তিলাওয়াত, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদেরকে অন্তরে রাখা, আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধির জন্য তাঁদের সংস্পর্শ অবলম্বন করা, আল্লাহ পাকের সম্মান  মনে করে তাঁদের সম্মান করা, এসব বিষয় এবং এগুলো ছাড়াও আরও হাজারো কার্যাদি এমন রয়েছে, যা আল্লাহ পাকের ভালোবাসার দলিলও বটে এবং সেটার প্রমাণও বটে।

(তাফসীরে সিরাতুল জিনান, ১/২৬৪ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          মাকতাবাতুল মদীনার কিতাব আল্লাহ ওয়ালো কি বাঁতেএর মধ্যে এমন একটি হাদিস লিখা রয়েছে, যেটা শুনে গুনাহগাররা লজ্জিত ও নেককাররা ভীতসন্ত্রস্ত হবে اِنْ شَآءَ اللهএই হাদিসে পাকটি শুনে আপনারা বুঝতে পারবেন, যে (ব্যক্তি) আল্লাহ পাককে ভালোবাসে, তার রাত কিভাবে অতিবাহিত হয়? যেমন 

 

          আল্লাহ পাকের আখেরি নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: আল্লাহ পাক হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী অবতীর্ণ করলেন হে দাউদ! (عَلَیْہِ السَّلَام) গুনাহগারদের সুসংবাদ দাও এবং সিদ্দিকিনদের ভয় শুনাও। তো হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এই বিষয়ে আশ্চর্য হলেন, তিনি বললেন: হে আমার প্রতিপালক গুনাহগারদের কী সুসংবাদ দিবো আর সিদ্দিকিনদের কী ভয় শুনাবো? আল্লাহ পাক ইরশাদ করলেন: হে দাউদ! (عَلَیْہِ السَّلَام) গুনাহগারদের এই সুসংবাদ শুনাও যে, কোন গুনাহ আমার ক্ষমার চেয়ে বড় নয়। আর সিদ্দিকিনদের এই বিষয়ে ভীতি প্রদর্শন করো তারা যেনো নিজেদের নেক আমলের উপর খুশি না হয় যে, আমি যার কাছ থেকেই আমার নিয়ামতের হিসাব নিবো সে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে, হে দাউদ! (عَلَیْہِ السَّلَام) যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের হৃদয় থেকে বের করে দাও, কেননা আমার