ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

স্বাদ উপভোগ করো। (তাফসীরে নঈমী, ৩/৩৫৯-৩৬০ পৃ:) সুতরাং আমাদেরও আমাদের দিন ও রাত আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিধান মান্য করে অতিবাহিত করা উচিত, কেননা ভালোবাসার বহিঃপ্রকাশ এটা যে, যাকে ভালোবাসা হয়, তার আনুগত্য ও অনুসরণও করা হয়।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার একটি মাধ্যম এটাও যে, নামাযের প্রতি যত্নবান হওয়া, মাহে রমযানের সম্পূর্ণ রোযা রাখা, সময়মতো যাকাত আদায় করা এবং ফরয ও ওয়াজিব সমূহ আদায়ের পাশাপাশি নফলও আদায় করা উত্তম আমল।

 

          নফল আদায়কারীও আল্লাহ পাকের বন্ধু ও পছন্দনীয় বান্দা হয়ে যায়। যেমন

 

অধিকহারে নফল আদায়, আল্লাহর ভালোবাসার মাধ্যম

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: আল্লাহ পাক ইরশাদ করেছেন: যে (ব্যক্তি) কোন ওলীকে কষ্ট দিলো, তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করি আর বান্দা আমার নৈকট্য সবচেয়ে বেশি ফরয আদায়ের মাধ্যমে অর্জন করে থাকে এবং নফলের মাধ্যমে ধারাবাহিক নৈকট্য লাভ করতে থাকে, এই পর্যন্ত যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। যখন আমি বান্দাকে বন্ধু বানিয়ে নিই, তো আমি তার কান হয়ে যাই, যেটা দিয়ে সে শুনে। তার চোখ হয়ে যাই, যেটা দিয়ে সে দেখে। তার হাত হয়ে যাই, যেটা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই, যেটা দিয়ে সে চলাফেরা করে। অতঃপর সে আমার কাছ থেকে কিছু চাইলে, আমি তাকে তা দান করি, আমার আশ্রয় প্রার্থনা করলে, আমি তাকে আশ্রয় দান করি। (বুখারী, ৪/২৪৮ পৃ:, হাদিস: ৬৫০২)

          মুফতি আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন: এই ইবারতের অর্থ এটা নয় যে, আল্লাহ পাক, আল্লাহর ওলীর মধ্যে মিশে যান, যেমন কয়লার মধ্যে আগুণ বা ফুলের মধ্যে রঙ ও গন্ধ, কেননা আল্লাহ পাক মিশে যাওয়া থেকে পবিত্র আর এই আকিদা কুফরী বরং এটির কয়েকটি অর্থ রয়েছে তার মধ্যে এক অর্থ হলো আল্লাহর ওলীদের অঙ্গাদি, গুনাহের উপযুক্ত থাকে না, সর্বদা তা দ্বারা নেকীর কাজ সম্পাদন হয়ে থাকে, তাদের ইবাদত সহজ হয়ে থাকে, মূলত সমস্ত ইবাদত তা দিয়ে করে থাকে অথবা এটি যে সেই বান্দা ঐসব অঙ্গগুলোকে দুনিয়ার জন্য ব্যবহার করে না, শুধুমাত্র আমার জন্য ব্যবহার করে থাকে, প্রতিটি জিনিসের মধ্যে আমাকে দেখে, প্রতিটি আওয়াজের মধ্যে আমার আওয়াজ শুনে, অথবা এটি যে সেই বান্দা ফানাফিল্লাহ হয়ে যায়, যার দ্বারা খোদা প্রদত্ত শক্তি তার অঙ্গাদির মধ্যে কাজ করে থাকে এবং সে এমন কাজ করে নেয় যা আকলের(জ্ঞান) বাইরে, হযরত (সায়্যিদুনা) ইয়াকুব عَلَیْہِ السَّلَام কিনআনে বসে মিসর থেকে আসা ইউসুফের পোশাকের সুগন্ধির ঘ্রাণ নিয়েছেন, হযরত (সায়্যিদুনা) সুলায়মান عَلَیْہِ السَّلَام তিন (৩) মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নিয়েছেন, হযরত আসিফ বিন বরখিয়া পলক মারার পূর্বে ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন সিরিয়ায় নিয়ে এসেছেন। হযরত (সায়্যিদুনা) ওমর (رَضِیَ اللهُ عَنْہُ) মদীনা মুনাওয়ারা থেকে খুতবা পাঠের