ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

আওয়াজ নাহাওয়ান্দ পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। হুযুরে আকদস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত পর্যন্ত ঘটনাবলি অবলোকন করে নিয়েছেন। এসবকিছু এই ক্ষমতারই ঝলক। (মিরআতুল মানাজীহ, ৩/৩০৮ পৃ:)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! হায় আমরা ফরযসমূহের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি, যদি নফল ইবাদতের প্রতিও যত্নবান হয়ে যেতাম। হায়! যদি ফরয রোযার পাশাপাশি নফল রোযা যেমন সোমবার ও শুক্রবারেও রোযা রাখতাম, হায়! খুশিমনে পরিপূর্ণ যাকাত আদায় করতাম আর এর সাথে নফল সদকাও দিতাম, যেমন মসজিদ ও মাদরাসা নির্মাণ কাজে অংশগ্রহন করতাম, গরীব ভাই-বোন ও আত্মীয় স্বজনদেরকে আর্থিক সহায়তা করুন, মুসলমানদের আহার ও পান করান। নেকীর দাওয়াতের সাড়া জাগানোর জন্য ব্যয় করুন ইত্যাদি। ফরয হজ্বের পাশাপাশি  নফল হজ্ব ও ওমরা করার সৌভাগ্যও অর্জন করুন। হায়! যদি আমরা ফরয নামাযের পাশাপাশি নফল নামায যেমন তাহাজ্জুদ, ইশরাক ও চাশত, আওয়াবিন ইত্যাদিও আদায় করতাম।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মুসিবতে ধৈর্যধারণ করা, আল্লাহর ভালোবাসার মাধ্যম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! একইভাবে আল্লাহ পাকের ভালোবাসার একটি পদ্ধতি এটাও যে,তাঁর পক্ষ থেকে আসা বিপদ ও মুসিবতের অভিযোগ করার পরিবর্তে ধৈর্যধারণ করা, কেননা ধৈর্যধারণকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। যেমন পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াত নম্বর ১৪৬ এ ইরশাদ হচ্ছে: وَ اللّٰہُ یُحِبُّ الصّٰبِرِیْنَ কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ধৈর্যশীলগণ আল্লাহর প্রিয়ভাজন।

          সুতরাং যদি আমরাও ধৈর্যধারণ করার অভ্যাস করি, তো اِنْ شَآءَ الله সেটার বরকতে আল্লাহ পাকের সত্যিকারের ভালোবাসা হৃদয়ে গেঁথে যাবে।

          হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন : নিশ্চয় অধিক প্রতিদান কঠিন বিপদের উপরই (রয়েছে) এবং আল্লাহ পাক যখন কোন গোত্রকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে পতিত করেন, তো যারা তাঁর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে, তার জন্য তাঁর সন্তুষ্টি ও যে অসন্তুষ্ট হয় তাদের জন্য তাঁর অসন্তুষ্টি। (ইবনে মাজাহ, ৪/৩৭৪ পৃ:, হাদিস: ৪০৩১)

 

অন্তরে দুনিয়ার ভালোবাসা না থাকা,

আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের একটি মাধ্যম এটিও যে, দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দেয়া। কিন্তু আফসোস! দুনিয়ার ভালোবাসার মধ্যে গ্রেফতার ও তার সৌন্দর্যের মোহে পড়ে আমাদের হৃদয় থেকে আল্লাহর ভালোবাসার স্বাদ শেষ হয়ে যাচ্ছে, কেননা যদি আমরা আল্লাহ পাকের ভালোবাসায় সত্যবাদী হই তবে আমাদের নামায কাযা হতো না, রমযানের রোযা হাতছাড়া হতো না, যাকাত আদায়ের ক্ষেত্রে অলসতা হতো না, বুঝা গেলো এটা দুনিয়ার ভালোবাসার পরিণামই যেটার কারণেই আমরা আল্লাহ