ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

Book Name:ALLAH Pak Ki Muhabbat Kaisay Hasil Ho?

পাকের সত্যিকার ভালোবাসা পেতে পারি না। সুতরাং দুনিয়ার ভালোবাসা থেকে দ্রুত পিছু ছাড়ুন কেননা এর ভালোবাসার মধ্যে ক্ষতিই আর ক্ষতি।

 

          হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন; যাকে দুনিয়ার ভালোবাসার সুধা পান করানো হয়েছে, সে তিনটি (৩) জিনিসের স্বাদ অবশ্যই উপভোগ করবে (১) এমন কঠোরতা যা দ্বারা তার ক্লান্তি দূর হবে না, (২) এমন লালসা যার কারণে সে ধনী হবে না, (৩) এমন আকাঙ্খা যেটা পূরণ করতে পারবে না। কেননা দুনিয়া প্রত্যাশী ও প্রত্যাশিত (সেই জিনিস যেটার আশা করা হয়), সুতরাং যে দুনিয়া প্রত্যাশা করেছে, আখিরাত তাকে তার মৃত্যু পর্যন্ত তালাশ করতে থাকবে, যখন সে মারা যাবে তখন সে তাকে পাকড়াও করে নিবে আর যে আখিরাত প্রত্যাশা করেছে, দুনিয়া তাকে খুঁজে বেড়াবে এই পর্যন্ত যে, সে তার মধ্য থেকে নিজের সম্পূর্ণ রিযিক অর্জন করে নিবে। (তাবরানী কবীর, আব্দুল্লাহ বিন মাসউদ, নং: ১০৩২৮, ১০/১৬২ পৃ:)  

 

          বসরার এক শায়খ, হযরত রাবেয়া বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর নিকট আসলো আর দুনিয়া নিয়ে অভিযোগ করতে লাগলো তখন তিনি বললেন হয়তো আপনার সাথে দুনিয়ার অনেক ভালো সম্পর্ক রয়েছে, কেননা যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে, তার আলোচনাও বেশি করে থাকে, যদি আপনার সাথে দুনিয়ার সম্পর্ক না থাকতো, তাহলে আপনি কখনো সেটার আলোচনা করতেন না। (তাযকিরাতুল আউলিয়া, ৭৬ পৃ:)  

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কুরআন তিলাওয়াতের আগ্রহ, আল্লাহর ভালোবাসার মাধ্যম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীম তিলাওয়াত করা, সেটা নিয়ে চিন্তা গবেষণা করা এবং সেটার অর্থ ও ভাবার্থ অনুধাবন করে আমল করাও সাওয়াব ও আল্লাহর ভালোবাসা অর্জনের একটি সর্বোত্তম মাধ্যম।

 

          হযরত সাহল তুস্তারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের ভালোবাসার আলামত হলো এটি যে সে ব্যক্তি কুরআনে পাককে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা ও কুরআনের ভালোবাসার আলামত হলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসা আর হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসার আলামত হলো, তাঁর সুন্নাতকে ভালোবাসা। (মুকাশাফাতুল কুলুব, ৩৭ পৃ:) সুতরাং আমাদেরও কুরআনে পাককে ভালেবাসা উচিত কেননা প্রেমিকের সত্যবাদীতা তিনটি (৩) জিনিস দ্বারা প্রকাশ পেয়ে থাকে। (১) প্রেমিক প্রেমাস্পদের কথাকে সবচেয়ে বেশি ভালো মনে করা। (২) তার জন্য প্রেমাস্পদের মজলিস  সবচেয়ে উত্তম মজলিস হয়ে থাকে। (৩) তার দৃষ্টিতে প্রেমাস্পদের সন্তুষ্টি সবচেয়ে বেশি প্রিয় হয়ে থাকে। (মুকাশাফাতুল কুলুব, ৩৩ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد