Namaz Ke Deeni or Dunyawi Fawaid

Book Name:Namaz Ke Deeni or Dunyawi Fawaid

জামেয়াতুল মদীনা অনলাইন

প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনের সেবায় নিয়োজিত রয়েছে, যার মধ্যে একটি বিভাগ জামেয়াতুল মদীনা অনলাইনও রয়েছে, اَلْحَمْدُ لِلّٰه জামেয়াতুল মদীনা অনলাইনের অধিনেও বিভিন্ন কোর্স শুরু হয়ে গেছে, এই কোর্সগুলো কী কী, আসুন! এই কোর্সগুলোর কিছু ঝলক শুনি: * পবিত্রতা কোর্স * নামায কোর্স * আকাঈদ ও ফিকাহ কোর্স * ফয়যানে যাকাত কোর্স * দরসে নিজামী অনলাইন * ফয়যানে বাহারে শরীয়ত কোর্স * ফয়যানে ফরয উলূম কোর্স * ফয়যানে তাফসীর কোর্স * কাফন ও দাফন কোর্স * ফয়যানে তাফসীরে সীরাতুল জিনান কোর্স * ফয়যানে রমযান কোর্স * কুরবানি কোর্স ইত্যাদি।

প্রতিটি কোর্সের সময়কাল এবং সময়সীমা ভিন্ন, এই কোর্সগুলোতে ভর্তির পদ্ধতি দাওয়াতে ইসলামীর ওয়েবসাইটে www.dawateislami.net দেওয়া আছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ডান হাতে লেনদেনের মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ডান হাতে লেনদেনের ব্যাপারে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমেই প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ১টি বাণী লক্ষ্য করুন: তোমাদের মধ্যে প্রত্যেকে ডান হাতে খাবে এবং ডান হাতে পান করবে আর ডান হাতে নিবে ও ডান হাতে দিবে, কারণ শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে নেয়। (ইবনে মাজাহ, ৪/১২, হাদীস ৩২৬৬) * ডান দিকে নেক লক্ষণ রয়েছে, কেননা এটি জান্নাতীদের দিক। (ফয়যুল কদীর, ৫/২৬৩, হাদীস: ৬৯৯৫) * ডান হাতে খাওয়া-দাওয়া করা সুন্নাত। (খাবারের আদব, ১৩০ পৃষ্ঠা) * নেকী লিখক ফেরেশতা ডান দিকে থাকে, এই কারণে এই দিকটি উত্তম। (মিরআতুল মানাজীহ, ১/২৮৭) * মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: গ্রহণ এবং প্রদানের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করো, এই অভ্যাসটি এমন পরিপক্ক হওয়া উচিত যে, কাল কিয়ামতের দিন যখন আমলনামা প্রদান করা হবে তখন এই অভ্যাস অনুযায়ী ডান হাতে সামনে অগ্রসর হয় তবে সফল হয়ে যাবে। (হায়াতে মুহাদ্দিসে আযম, ৩৭৪ পৃষ্ঠা)

ঘোষণা

          ডান হাতে লেনদেনের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতে হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!      صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد