Book Name:Namaz Ke Deeni or Dunyawi Fawaid
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১লা আগস্ট ২০২৪ইং
(১)
সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
ডান হাতে লেনদেনের অবশিষ্ট সুন্নাত ও আদব
* ইসলামে ডান হাতকে বরকতময় বলে গণ্য করা হয়েছে যে, কিয়ামতের দিন নেকীর আমল নামা ও এই হাতে থাকবে। (মিরাতুল মানাজীহ, ১/২৮৭) * হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সকল কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। (বুখারী, ১/৮১, হাদীস ১৬৮) * ডান হাতে খাবার খান, বাম হাতে খাওয়া, পান করা, দেয়া, নেয়া শয়তানের পদ্ধতি। (খাবারের ইসলামী পদ্ধতি, ৮ পৃষ্ঠা) * কাউকে পানি পান করানোর সময় জগ ডান হাতে থাকে আর গ্লাস বাম হাতে এবং বাম হাতেই গ্লাস অপরকে দেয়া হয়, কারো কাছ থেকে জগ ও গ্লাস উভয়টি নেয়ার সময় আমরা উভয় হাতে একত্রে নিয়ে নিই অথচ এই পদ্ধতিটি ভুল, প্রথমে ডান হাতে জগ নিন এবং অতঃপর জগটি বাম হাতে নিয়ে নিয়ে যাতে ডান হাত খালি হয়ে যায় আর এবার ডান হাতে গ্লাসটি নিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘরে দ্বীনি পরিবেশ বানানোর দোয়া
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “ঘরে দ্বীনি পরিবেশ বানানোর দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
رَبَّنَا ہَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا (۷۴)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দান করো আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি থেকে চোখের শীতলতা, আর আমাদেরকে মুত্তাকীদের আদর্শ বানাও।
(পারা: ১৯, সূরা: ফোরকান, আয়াত: ৭৪) (মাদানী পাঞ্জেসূরা, ২৪৪ পৃষ্ঠা)
(প্রত্যেক নামাযের পর এই দোয়াটি পূর্বে ও পরে দরূদ শরীফ সহকারে একবার পাঠ করে নিন)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।