Namaz Ke Deeni or Dunyawi Fawaid

Book Name:Namaz Ke Deeni or Dunyawi Fawaid

বাতেনী রোগগুলো ধ্বংস করে দেয় এবং এর পাশাপাশি ভবিষ্যতে গুনাহ ও রোগবালাইকে আমাদের কাছেও আসতে বাধা দেয়। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:

 

اِنَّ الصَّلٰوۃَ تَنْہٰی عَنِ الْفَحْشَآءِ وَ الْمُنْکَرِ ؕ

(পারা ২১, আনকাবুত, আয়াত ৪৫)                       কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।

 

এগুলোই নামাযের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নামাযের ৬টি শর্ত, ৭টি ফরয, ৩০টি ওয়াজিব এবং প্রায় ৯৬টি সুন্নাত রয়েছে, এছাড়াও আরো অনেক বাতেনী আদবও রয়েছে, যদি আমরা এই সকল বিষয়ের প্রতি দৃষ্টি রেখে উত্তম পদ্ধতিতে নামায পড়ি তবে নামায আমাদের চরিত্রকে সংশোধন করবে এবং এর পাশাপাশি আমাদেরকে ভবিষ্যতের নেতিবাচক বিষয়, নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক অভ্যাস থেকে রক্ষাও করবে।

নামায চুরি থেকে রক্ষা করবে

একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অমুক ব্যক্তি রাতে তো নামায পড়ে, যখন সকাল হয় চুরি করে। ইরশাদ করলেন: অতিশীঘ্রই তার নামায তাকে চুরি করা থেকে বিরত রাখবে।

(মুসনাদে আহমদ, ৪/৬৫৮, হাদীস ১০০৩০)

প্রিয় ইসলামী ভাইয়েরা! * নামায হলো সর্বোত্তম সাহায্যকারী * নামাযে আরোগ্য রয়েছে * নামায মন্দ থেকে বিরত রাখে * নামায চরিত্রে উন্নতি ঘটায় এবং নৈতিকতাকে সুন্দর করে। অতএব সত্যিকারে নিয়্যত করে নিন যে, আজকের পর আমাদের কোনো নামাযই কাযা হবে না, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামাআত সহকারে আদায় করবো।

اِنْ شَآءَ الله

ফয়যানে নামায কোর্সের উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের নামায পড়তে হবে, অবশ্যই পড়তেই হবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে, নামায যেন ভুল না পড়ি, সঠিকভাবেই যেন পড়ি, এতে মোটেও অলসতা করা উচিত নয়, সম্ভবত পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, যা শেখা ছাড়াই করা হয়, প্রতিটি কাজেরই ট্রেনিং নিতে হয়, অতঃপর করা হয়, এমনকি আমরা ছোটবেলায় সাইকেল চালানোও শিখেছিলাম, এরপরই চালিয়েছি, কিন্তু আফসোস! বড় একটি সংখ্যা এমন রয়েছে, যারা নামায শেখেইনি, ব্যস দেখে দেখে পড়া শুরু করে দিয়েছে এবং আজ পর্যন্ত এভাবেই পড়তে রয়েছে।

মনে রাখবেন! নামায়ের প্রয়োজনীয় বিধান ও মাসআলা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। অতএব যেসব ইসলামী ভাইয়েরা এখনো পর্যন্ত রীতিমতো নামায শেখেনি, তাদের উচিত প্রথম সুযোগেই নামাযের প্রয়োজনীয় বিধান ও মাসআলা শিখে নেয়া! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী হলো মসজিদ ভরা সংগঠন, দাওয়াতে ইসলামী আমাদেরকে অযু, গোসল, নামায এবং দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শেখায় এবং এর উপর আমল করারও শিক্ষা দেয়। নামায শিখার