Namaz Ke Deeni or Dunyawi Fawaid

Book Name:Namaz Ke Deeni or Dunyawi Fawaid

জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান! * আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করুন! * প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় ভর্তি হোন! * ফরয উলুম কোর্স করে নিন! * অথবা অন্তত ৭ দিনের ফয়যানে নামায কোর্স তো করেই নিন! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর বিভাগ: মাদানী কোর্সের অধীনে নামাযের বিশুদ্ধ পদ্ধতি শেখানোর জন্য মাঝেমাঝে আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনা করাচি সহ বিভিন্ন স্থানে ৭ দিনের ফয়যানে নামায কোর্স করানো হয়ে থাকে, এছাড়াও উম্মতে মুসলিমার সহজতার জন্য দাওয়াতে ইসলামীর বিভাগ ফয়যান অনলাইন একাডেমীর অধীনে ফয়যানে নামায কোর্স অনলাইনেও করানো হয়। এই কোর্সে ভর্তি হোন! اِنْ شَآءَ الله ইলমে দ্বীনের ভান্ডার নসীব হবে * প্রতিদিন অন্তত ২টি দরস দেয়ার নিয়তের পাশাপাশি ফয়যানে নামায কিতাব থেকে মসজিদ দরস এবং ৭ মিনিট চৌক দরস দিন, এতে মানুষের অন্তরে পাঁচ ওয়াক্ত নামাযের গুরুত্ব ও ভালবাসা বৃদ্ধি পাবে এবং নামায পড়ার প্রেরণাও সৃষ্টি হবে * শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর অনন্য কিতাব হলো: নামাযের আহকাম। এ কিতাবে অযুর পদ্ধতি, গোসলের পদ্ধতি, নামাযের পদ্ধতি, মুসাফিরের নামায, কাযা নামাযের পদ্ধতি এবং জানাযার নামাযের পদ্ধতি লেখা রয়েছে, এই সকল জ্ঞান অর্জন করার জন্য নামাযের আহকাম কিনে অধ্যয়ন করুন।

অন্যদের নামাযের দাওয়াত দিন!

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা নিজেরাতো اِنْ شَآءَ الله নামায পড়বোই পড়বো, এর পাশাপাশি নিজের পরিবারের সদস্যদেরকে, বন্ধু-বান্ধবদেরকে, প্রতিবেশীদেরকে, মহল্লাবাসীদেরকে, অফিসে, দোকানের সহকর্মীদেরকেও নামাযের দাওয়াত দিয়ে নামাযী বানানোর চেষ্টা করতে হবে। اِنْ شَآءَ الله (সুনানে নাসায়ি, ৮০২ পৃষ্ঠা, হাদীস ৫০১৮)

নেক আমল নাম্বার ৩ এর উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামী হলো মসজিদ ভরা সংগঠন এবং চায় যে, যে কোনভাবে উম্মতে মুসলিমার শিশুরা যেন সঠিক নামাযী হয়ে যায়। আসুন! আমরা সবাই মিলেমিশে এই নেক কাজে দাওয়াতে ইসলামীকে সহায়তা করি, নিজেও জামাআত সহকারে নিয়মিত নামায পড়ি আর অপরকেও নামাযী বানানোর কার্যক্রমকে গতিময় করি, যখনই জামাআত সহকারে নামাযের জন্য মসজিদে যাবো আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে ৩ নম্বর নেক আমলের উপর আমল করার নিয়্যতে অপরকে জামাআত সহকারে নামাযের উৎসাহ দিয়ে সাথে নিয়ে যাই। নেক আমল নাম্বার ৩: আপনি কি আজ ঘর, বাজার, মার্কেট ইত্যাদি যেখানেই ছিলেন, সেখানে নামাযের সময়ে নামায পড়ার পূর্বে নামাযের দাওয়াত দিয়েছেন? (যদি পাঁচ ওয়াক্ত নামাযে যেকোন একজনকে নিজের সাথে মসজিদে নিয়ে যাওয়ার সৌভাগ্য হতো!) যদি আমাদের মধ্যে প্রত্যেকে নামাযী ইসলামী ভাই নেক আমল নাম্বার ৩ এর উপর আমলকারী হয়ে যায় তবে সেই দিন দূরে নয় যে, যখন আমাদের মসজিদে নামাযীর বাহার এসে যাবে। اِنْ شَآءَ الله