اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

শিরিক বলা হয়েছেযদি কোন বান্দাহ অশুভ প্রথা গ্রহন করে এই বিশ্বাসও রাখে যে, আল্লাহ পাক যা চান তাই হয়, এছাড়া দুনিয়ার কোন শক্তি (Power) আল্লাহ পাকের ইচ্ছার বিপরীতে কিছুই করতে পারে না এই ক্ষেত্রে অশুভ প্রথা গ্রহন করা শিরিকে খফি (অর্থাৎ গুনাহ কম) আর যদি কোন বান্দাহ এই বিশ্বাস রাখে যে, উদাহরণ স্বরুপ তারকা স্বয়ং নিজ শক্তিতে, আল্লাহ পাকের ইচ্ছার বিপরীতেও প্রভাব রাখে, এই ক্ষেত্রে  এই অশুভ প্রথা গ্রহন করা শিরিকে জ্বলি যেটা কুফরী (মিরকাত শরহে মিশকাত, ৮ম খন্ড, পৃ: ৩৯৮, হাদিস: ৪৫৮৪)

 

() হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ رَدَّتْہُ الطِّیَرَۃُ عَنْ شَیْءٍ فَقَدْ قَارَفَ الشِّرْکَ  অর্থাৎ যে ব্যক্তি অশুভ প্রথার কারণে কোন জিনিস থেকে বিরত হয়ে যায় সেটা শিরিকের সাথে মিশ্রিত হয়ে গেলো

(মাজমাউয যাওয়াইদ, ৫ম খন্ড, পৃ: ১২৭, হাদিস: ৮৪১৫)

 

          প্রিয় ইসলামি ভাইয়েরা! এটাই হলো যে, কোন জিনিসের (উদাহরণ স্বরুপ ব্যক্তি, কাজ, আওয়াজ, সময়) অশুভ প্রথা নেওয়া (অর্থাৎ এটা মনে করা যে, এর কারণে যে কোন অবস্থার উপর মন্দ প্রভাব পড়বে) এটাই হলো অশুভ প্রথা (আন নিহায়া ফি গারিবিল হাদিসি ওয়াল আসার, ২য় খন্ড, পৃ: ১৩৪)

 

          অশুভ প্রথার ব্যাপারে বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাবঅশুভ প্রথানিজেও পড়ুন এবং অন্যকেও এর উৎসাহিত করুন

 

 

 

 

اِنَّا لِلّٰہ এর অর্থের প্রতিও গভীর মনোযোগ দিন:

          প্রিয় ইসলামি ভাইয়েরা! আজ থেকে নিজের পাকা পোক্ত মানষিকতা বানিয়ে নিন যে, যখনি কোন বিপদ, পেরেশানি আসে, সেটা সামান্য পেরেশানিও হোকনা কেনো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে সাওয়াব লাভের জন্য اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ পড়বো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ

                  اَلْحَمْدُ لِلّٰه আশেকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামি ৮০ টির অধিক দেশে বিভিন্ন বিভাগে দ্বীনের খেদমত করে যাচ্ছে দাওয়াতে ইসলামি যেমনিভাবে বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত লোকদের মাঝে নেকীর দাওয়াত প্রসার করছে তেমনিভাবে স্পোর্টস এর সাথে সম্পৃক্ত খেলোয়াড়দের সংশোধন প্রশিক্ষনের জন্যস্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগনামক  একটি বিভাগ প্রতিষ্টা করেছে যার মুল উদ্দেশ্য হলো খেলার সাথে সম্পৃক্ত লোকদের নেকীর দাওয়াত দেওয়া এবং তাদেরকে দাওয়াতে ইসলামির দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্যআমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবেঅনুসারে জীবন অতিবাহিত করার মানষিকতা দেওয়াاَلْحَمْدُ لِلّٰه অনেক খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের নেকীর দাওয়াত দিতে এবং তাদেরকে দাওয়াতে ইসলামির দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করতে এবং এই মাদানী উদ্দেশ্যআমাকে নিজের