اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

(৬) দরূদে শাফায়াত

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

          নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়(আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৯, হাদীস ৩০)

 

(১) এক হাজার দিনের নেকী

جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ

          হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

 

(২) যেন শবে কদর পেয়ে গেলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০৮ আগষ্ট ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

রোগীর সেবার অবশিষ্ট মাদানী ফুল

          * রোগীর কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞেস করুন এবং তার সুস্থতা ক্ষমার দোয়া করুন * রোগীকে দিয়ে নিজের জন্য দোয়া করান রোগীর দোয়া প্রত্যাখাত হয় না * রোগীর সেবা করতে গিয়ে উপযুক্ততা অনুসারে নেকীর দাওয়াত দিন বিশেষ করে নামাযের ধারাবাহিকতার মানষিকতা দিন যে, অসুস্থতার সময় অনেক রোগী নামায থেকে উদাসীন থাকে * রোগীর পাশে দীর্ঘক্ষণ বসবেন না আর না শোরগোল করবেন তবে হ্যা যদি রোগী স্বয়ং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার ইচ্ছা পোষণ করে তবে এরুপ পরিস্থিতিতে আপনি তার আকাঙ্খাকে সম্মান করুন * রোগীর সেবার ক্ষেত্রে উপহার দেওয়া ভালো কাজ কিন্তু উপহার না আনলে রোগীর সেবা না করা আর অন্তরে ধারনা করা যে, কিছু না নিয়ে গেলে সে মনে করবে যে, একেবারে খালি হাতে চলে এসেছেখালি হাতেও রোগীর সেবায় যাওয়া উচিত, সেবায় না যাওয়াটা সাওয়াব থেকে বঞ্চিত