اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবেএর মানষিকতা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে

১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো: নেক আমল

          আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لْتَنْظُرْ  نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ

(পারা ২৮, সূরা হাশর, আয়াত:১৮)        কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং প্রত্যেকের দেখা উচিত যে, আগামীকালের জন্য সে কি অগ্রে প্রেরন করেছে

 

          * নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: বুদ্ধিমান সেই যে নিজের হিসাব এবং মৃত্যুর পরবর্তীর জন্য আমল করে

(তিরমিযী, পৃ: ৫৮৩, হাদিস: ২৪৫৯)

          * নিজের সংশোধনের জন্য এবং নিজেকে শয়তান থেকে বাঁচানোর সর্বোত্তম পন্থা হলো আমরা আমাদের অভ্যাস, কমর্কান্ড নিজের আমলের যাচাই করাবর্তমান যুগে আমিরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আওার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজেকে যাচাইয়ের সহজ একটা পন্থা দিয়েছেন: নেক আমল পুস্তিকা (মুবাল্লিগের উচিত যে, নেক আমলের পুস্তিকা পাশে রাখা এবং যেনো দেখিয়েও দেয়) * প্রাপ্তবয়ষ্ক ইসলামি ভাইয়ের জন্য নেক আমলের পুস্তিকায় ৭২টি প্রশ্নোত্তর রয়েছে * প্রত্যেক প্রশ্নের নিচে ৩০টি খালি ঘর রয়েছে
* প্রতিদিন প্রশ্ন পড়ে নিজের আমলের যাচাই করতে হয় এবং খালি ঘর পূরণ করতে হয় * সঠিক ইসলামি জীবন অতিবাহিত করার এটা সর্বোত্তম ব্যবস্থাপত্র এর মাধ্যমে না জানি কতজনের সংশোধন হয়ে গেছেআপনিও এই পুস্তিকা কিনুন ! প্রতিদিন নিজের আমলের যাচাই করুন! اِنْ شَآءَ الله অনেক উপকার হবে * চরিত্র সংশোধন হবে * কর্মপন্থা ভালো হবে * অভ্যাস ভালো হবে * নেকীর উপর স্থায়িত্ব পাবে* গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে * অন্তর আলোকিত হবে * আল্লাহ পাকের ভালোবাসা নসীব হবে * ইশকে রাসুল বৃদ্ধি পাবে * রুহানিয়্যত পাবে * এবং আখিরাতের চিন্তা নসীব হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

রোগীর সেবা করার মাদানী ফুল:

          প্রিয় ইসলামি ভাইয়েরা! আসুন! রোগীর সেবা করার মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করিদুটি ফরমানে মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم:

          ()  عُوْدُوا الْمَرِیضَ অর্থাৎ রোগীর সেবা করো (আদাবুল মুফরাদ, পৃ: ১৩৭, হাদিস: ৫১৮) () যে ব্যক্তি ভালোভাবে অযু করলো, এরপর আপন মুসলমান ভাইয়ের সাওয়াবের নিয়্যতে সমবেদনা জ্ঞাপন করলো তবে তাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্ব রাখা হবে(আবু দাউদ, খন্ড , পৃ: ২৪৮, হাদিস: ৩০৯৭)

          * রোগীর সমবেদনা জ্ঞাপন করা রাসুলে পাক  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতে মোবারকা * রোগীর সমবেদনা জ্ঞাপন করা সুন্নাত, যদি জানে যে, রোগীর সমবেদনা জ্ঞাপন করলে তিনি অপছন্দ করবেন, এরুপ পরিস্থিতিতে রোগীর সেবায় যাবেনা(বাহারে শরীয়ত, খন্ড , পৃ: ৫০৫) * যদি