اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

বয়ান শোনার নিয়্যত

        প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

লোহার দড়ি লাগানো ব্যক্তিকে উপদেশ:

          সাহাবীয়ে রাসুল হযরত আনাস বিন মালেক  رَضِیَ اللهُ عَنْہُ  হতে বর্ণিত: একবার আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এক ব্যক্তিকে দেখলেন, যে তার জুতায় লোহার দড়ি (Iron Shoelaces) লাগিয়ে রেখেছে, এতে তিনি  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  তাকে উপদেশদিতে গিয়ে ইরশাদ করেন: তোমার আশা দীর্ঘ হয়ে গেছে, তুমি সাওয়াব থেকে আগ্রহহীন হয়ে গেছো, নেকী থেকে বিমুখ হয়ে যাচ্ছ নিশ্চয় যখন কারো জুতার দড়ি ছিড়ে যায় আর সে اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ       পড়ে তবে এই আমলের বরকতে তার উপর আল্লাহ পাকের দরুদ, হেদায়ত, রহমত বর্ষণ হয়, ব্যস এই প্রতিদান তার জন্য পুরো দুনিয়ার চেয়ে উওম (Better)

(মাউসুয়া ইবেন আবিদ দুনিয়া, খন্ড , পৃঃ ৩০৫, হাদিসঃ )

 

          প্রিয় ইসলামি ভাইয়েরা! আমাদের আকা, মক্কী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর উপদেশের ধরন দেখুন! কতইনা সুন্দর, বাহ্যিকভাবে এটা একটা সামান্য বিষয় ছিলো, সম্ভবত ওই লোকটির জুতার ফিতা বারবার ছিড়ে যাচ্ছিলো, এই কারণে সে লোহার তার ইত্যাদির দড়ি বেঁধে দিয়েছিলো ব্যাহ্যিকভাবে তো এই কাজটি ভালই লাগছে যে, এতে সুবিধা (Facility)হচ্ছে বারংবার কষ্ট হওয়া থেকে বেঁচে গেলো কিন্তু রাসুলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপদেশের উপর শত মারহাবা........!! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতকে দুনিয়ার নয় বরং আখিরাতের চিন্তা করা শিখিয়েছেন জুতায় লোহার দড়ি লাগিয়ে নেওয়াতে দুনিয়ার সুবিধা তো হয়ে গেলো কিন্তু আখিরাতের কতটা ক্ষতি হয়ে গেলো নিঃসন্দেহে দড়ি ছিড়ে যাওয়াটাও একটা পরীক্ষা, একটি বিপদ আর মুমিন বান্দার নিকট যখন বিপদ আসে এবং সে  اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ পড়ে তবে সে রহমত লাভ করে, আল্লাহ পাকের দরুদ নসিব হয়, ধৈর্য্য ধারন করার সুযোগ হয় প্রকাশ থাকে যে, দড়ি না ছিড়লে কষ্টও হবে না, কষ্ট না হলে ধৈর্য্য (Patience) ধারন করার সুযোগও হবে না, ধৈর্য্য ধারন করার সুযোগ না হলে ধৈর্য্যের বিশাল সাওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد