اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

নেকীর প্রতি লালসা গড়ুন !

          হাদিসে পাকে রয়েছে: নবী করিম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِحْرِصْ عَلیٰ مَا یَنْفَعُکَ وَاسْتَعِنْ بِاللهِ وَ لَاتَعْجِزْ অর্থাৎ যেটা তোমাকে উপকার দেয়, সেটার লোভী হয়ে যাও, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাও এবং অক্ষম হয়ো না(মুসলিম, পৃঃ ১০২৭, হাদিস: ২৬৬৪) হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন: অর্থাৎ যে জিনিস তোমাকে দ্বীনি উপকার দিবে সেটাতে অল্পেতুষ্টতা করো না, খুব লালসা করো, সেটা অর্জন করার চেষ্টা করো কিন্তু নিজের চেষ্টার উপর (Trust) ভরসা করোনা, আল্লাহ পাকের উপর ভরসা করো (তাঁরই কাছে সাহায্য চাও) মনে রাখবেন! দুনিয়াবি জিনিসের মধ্যে অল্পেতুষ্টতা ধৈর্য্য ভালো কিন্তু আখিরাতের জিনিসের ব্যাপারে লোভ অধৈর্য্যতা উত্তম দ্বীনের যে কোন স্তরে পৌঁছার পর অল্পেতুষ্টতা করোনা, আরো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো আল্লাহ পাক ইরশাদ করেন:

فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ

(পারা , সুরা মায়েদা, আয়াত ৪৮)                কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং সৎ কার্যাদির দিকে তোমরা প্রতিযোগীতা করো

 

          আল্লাহ পাক আমাদের সবাইকে নেকীর লোভী হওয়ার, গুনাহ থেকে বাঁচার এবং সর্বদা আখিরাতের চিন্তা করতে থাকার তাওফিক দান করো اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

          প্রিয় ইসলামি ভাইয়েরা! এটা তো নির্ধারিত যে, দুনিয়ায় বিপদ আপদ আসবেইএই কারণে আমাদের উচিত যে, সেগুলো থেকে পলায়ন না করে সেগুলোর মোকাবেলা করা এবং সেই বিপদ আপদ সমুহকে পরকালের সাওয়াবের উপকরন বানানোর চেষ্টা করা এটা কিভাবে হবে? আসুন! শোনুন!

 

বিপদ আপদকে সাওয়াবের উপকরন বানান

          পারা , সূরা বাকারা, আয়াত: ১৫৫ আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لَنَبْلُوَنَّکُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ  وَ الْجُوْعِ وَ نَقْصٍ مِّنَ الْاَمْوَالِ  وَ الْاَنْفُسِ وَ الثَّمَرٰتِ ؕ   وَ بَشِّرِ الصّٰبِرِیْنَ

(পারা , সুরা বাকারা, আয়াত ১৫৫)          কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয় ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ,জীবন ফল-ফসলের ঘাটতি দ্বারা এবং সুসংবাদ শুনান ওই সব ধৈর্য্যধারন সবরকারীদেরকে

 

          এই আয়াত প্রসঙ্গে তাফসীরে নাঈমীতে রয়েছে: হে মুসলমানেরা! তোমরা সর্বোত্তম উম্মত আর বড়দের পরীক্ষা বড়ই হয়এই কারণে অনেক বিষয়ে তোমাদের পরীক্ষা হবে, কখনো শত্রুর ভয় দ্বারা, কখনো দুর্ভিক্ষ দ্বারা, কখনো অভাব দ্বারা, কখনো সম্পদে ঘাটতি দ্বারা, কখনো সন্তান সন্ততি, মা-বাবা (Parents) নিকট আত্নীয় (Relatives) এবং বন্ধুর ইন্তেকালের (Death) মাধ্যমেকখনো তোমাদের বাগান, ক্ষেত খামার ফলফলাদি ইত্যাদির মধ্যে ঘাটতি দ্বারা, মোটকথা তোমাদের পরীক্ষার পাতা এতগলো, প্রত্যেক পাতায় পূর্ণ নম্বর অর্জন করো

(তাফসীরে নাঈমী, পারা , সূরা বাকারা, আয়াত: ১৫৫, খন্ড , পৃ: ৯৬)