اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein

জান্নাতে একটি ঘর তৈরী করো আর সেটার নাম বায়তুল হামদ রেখে দাও (তিরমীযি, পৃঃ ২৬৭, হাদিস: ১০২১)

 

                                                سُبْحٰنَ الله ! কেমন মহান অনুগ্রহ, ছেলে আল্লাহ পাকই দিয়েছেন, তারই অধিকারে ছিলো, তিনিই পুনরায় নিয়ে নিলেন বান্দাহ এতে শুধুমাত্র ধৈর্য্যধারন করেছে, اِنَّا لِلّٰہ পাঠ করেছে, এর জন্য পুরস্কার কেমন? জান্নাতে বিশেষ মহল বানানো হবে, যেটার নাম বায়তুল হামদ হবে

 

          হে আশেকানে রাসুল! ছেলের ইন্তেকাল হয়ে গেলে বা কোন নিকট আত্নীয় (Relative), খুবই ঘনিষ্ট বন্ধু পৃথিবী ছেড়ে চলে যায়, এতে ধৈর্য্য ধারনই করা উচিত যদি অধৈর্য্য হয়ে যাই, হায় হুতাশ করি, চুল ছিড়ি, কলার ছিড়ি, চিৎকার শোরগোল করি তাহলে কি হবে? মৃত্যুবরণকারী তো চলে গেলো, সে তো ফিরে আসবে না, হ্যা! অধৈর্য্য হওয়ার ফলে ধৈর্য্যের সাওয়াব হাতছাড়া হয়ে যাবে এই কারণে আমাদের উচিত যে اِنَّا لِلّٰہ পড়া اِنْ شَآءَ الله  অঢেল সাওয়াব অর্জন হবে এবং আল্লাহ পাক ইচ্ছা করলে তো জান্নাতের অধিকারি হয়ে যাবে

 

اِنَّا لِلّٰہ এর বরকতে সর্বোত্তম পুরস্কার পাওয়া যায়

প্রিয় ইসলামি ভাইয়েরা! বিপদের সময় اِنَّا لِلّٰہ পড়ার একটি বড় বরকত এটাও যে, এর মাধ্যমে বিপদ চলে যায় এবং আল্লাহ পাক দুনিয়াতেই উত্তম পুরস্কার দান করেন হাদিসে পাকে রয়েছে: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: যে ব্যক্তি বিপদের সময় اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ বলে আল্লাহ পাক তার পেরেশানি দূর করে দেন (মুজামুল কবীর, খন্ড , পৃঃ ১৫৫, হাদিস: ১২৮৫২)

          এক হাদিসে রয়েছে: যে মুসলমানের উপর কোন বিপদ আসলো আর সে আল্লাহ পাকের হুকুম অনুসারে اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ পড়লো আর এই দোয়া কলো اَللّٰہُمَّ أَجُرْنِیْ فِیْ مُصِیْبَتِیْ وَاَخْلِفْ لِیْ خَیْرًا مِّنْہَا অর্থাৎ হে আল্লাহ! আমার এই বিপদের উপর আমাকে প্রতিদান দান করো আর আমাকে এর উত্তম পুরস্কার দান করো, তখন আল্লাহ পাক তাকে এর উত্তম পুরস্কার দান করবেন (মুসলিম, পৃ: ৩২৯, হাদিস: ৯১৮)

          হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নাঈমী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন: এই আমলটি খুবই পরীক্ষিত মৃত ব্যক্তি এবং হারানো জিনিস সবকিছুর উপর পড়া যায় কিন্তু যেই হারানো জিনিস পাওয়ার আশা রয়েছে সেই ক্ষেত্রে رَاجِعُوْنَ পর্যন্ত পড়ুন আর যেটার ব্যাপারে নিরাশ হয়ে গেছে সেই ক্ষেত্রে সম্পূর্ন পড়ুন কিন্তু জরুরি হলো মুখে এই বাক্য পড়বে আর অন্তরে ধৈর্য্যধারন করবে (মিরআতুল মানাজীহ, খন্ড : পৃ: ৪৪৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

প্রত্যেক বিপদে  اِنَّا لِلّٰہ পড়ুন

          আমাদের এখানে সচরাচর লোকদের এই মানষিকতা রয়েছে যে, শুধুমাত্র কারো মৃত্যুতেই اِنَّا لِلّٰہ পড়ে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে  اِنَّا لِلّٰہ পড়ে নিলে মানুষ আশ্চার্য্য হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কেউ কি মারা গেছে? মনে রাখেবেন! এই মোবারক বাক্যটি শুধুমাত্র