Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein
পূর্ণ নম্বর কিভাবে অর্জন করবে? ধৈর্য্যধারন করে। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ بَشِّرِ الصّٰبِرِیْنَ কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং সুসংবাদ শুনান ওই সব সবরকারীদেরকে।
জানা গেলো! যখন বিপদ আসে, দুশ্চিন্তা আসে, দুঃখ বেদনা আসে তবে ওই পরীক্ষা থেকে সফল কিভাবে হওয়া যাবে? শোরগোল করে নয়, হায় হুতাশ করে নয়, দুশ্চিন্তার কান্না করে নয় বরং ওই পরীক্ষার সফলতা হলো ধৈর্য্যধারন করে, আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে অর্জন করে হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আসুন! এটাও বুঝে নিন যে, ধৈর্য্যধারন করা কাকে বলে। আল্লাহ পাক ইরশাদ করেন:
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْہُمْ مُّصِیْبَۃٌ ۙ قَالُوْۤا اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیْہِ رٰجِعُوْنَ
(পারা: ২, আল বাকারা, আয়াত: ১৫৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: যারা হচ্ছে (এমন সব লোক যে,) যখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে তখন বলে, আমরাতো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তাঁরই প্রতি ফিরে যেতে হবে।
سُبْحٰنَ الله ! এটাই হলো বাস্তবতার মধ্যে ধৈর্য্যধারনকারি যে, যখন তাদের উপর কোন বিপদ আপদ, পেরেশানি আসে তখন তারা হায় হুতাশ করেনা, অভিযোগ করেনা বরং বলে اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ নিশ্চয় আমরাতো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তাঁরই প্রতি ফিরে যেতে হবে।
اِنَّا لِلّٰہِ এই উম্মতের বৈশিষ্ট
প্রিয় ইসলামি ভাইয়েরা! এই সুন্দর বাক্যটি অর্থাৎ: اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ খুবই বরকতমন্ডিত। নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার উম্মতকে বিপদের সময় এমন একটা জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের উম্মতদেরকে দেওয়া হয়নি। আর সেই বাক্যটি হলো: اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ। (মুজামুল কবীর, খন্ড ৬, পৃঃ ৩৭, হাদিস: ১২২৪১) তাফসীরে রুহুল মায়ানীতে রয়েছে: এই উম্মতকে বিপদের সময় এমন এক জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের নবীদেরকেও দান করা হয়নি আর সেই বাক্যটি হলো: اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ। যদি এই বাক্যটি দেওয়া হতো তবে অবশ্যই হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام কে দেওয়া হতো কারণ তিনি তাঁর সন্তান হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর বিচ্ছেদে:
یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ
(পারা ১৩, ইউসুফ, আয়াত ৮৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: হায় আফসোস! ইউসুফের বিচ্ছেদের জন্য।