Book Name:اِنَّا لِلّٰہ Parhnay Ki Barkatein
বলেছেন। (যদি এই বাক্যটি তাঁকে দেওয়া হতো তবে অবশ্যই اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ পড়তেন)।
(তাফসীরে রুহুল মায়ানী, পারা: ২, আল বাকারা, আয়াত: ১৫৬, অংশ ২, পৃ: ৫৭৬)
বিপদে اِنَّا لِلّٰہ পড়ার ফযিলত
যদি আমরা বিপদের সময় اِنَّا لِلّٰہ পড়ি তবে প্রতিদান কি পাওয়া যাবে? আল্লাহ পাক ইরশাদ করেন:
اُولٰٓئِکَ عَلَیْہِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّہِمْ وَ رَحْمَۃٌ وَ اُولٰٓئِکَ ھُمُ الْمُہْتَدُوْنَ
(পারা ২, আল বাকারা, আয়াত: ১৫৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: এসব লোক হচ্ছে তারাই, যাদের উপর তাদের প্রতিপালকের দরুদ সমুহ এবং রহমত বর্ষিত হয়। আর এসব লোকই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত।
অর্থাৎ বিপদের সময় ধৈর্য্যধারন করে اِنَّا لِلّٰہِ পড়ার বরকতে একটা দুইটা নয় বরং তিনটি নেয়ামত প্রাপ্ত হবেন। (১) তার উপর আল্লাহ পাকের দরুদ বর্ষণ করা হবে (অর্থাৎ তার গুনাহ ক্ষমা করা হবে) তার উপর বিশেষ সাহায্য হবে আর দুনিয়া ও আখিরাতে তাকে ইজ্জত ও সম্মান দেওয়া হবে। (২) এরপর তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হবে (৩) আর তৃতীয় ফযিলত হলো এই লোক দুনিয়া ও আখিরাতে সম্পূর্ন হেদায়তের উপর থাকবে। (তাফসীরে নাঈমী, পারা ২, আল বাকারা, আয়াত: ১৫৭, খন্ড ২, পৃ: ৯৮) দুনিয়ায় এইভাবে সর্বাবস্থায় (অর্থাৎ সুখের সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর বিপদের সময় ধৈর্য্যধারন করে) আল্লাহ পাকের নৈকট্য অর্জনে সফল (Successful) হবে। আর আখিরাতে এইভাবে কেউ তো নেকী করে জান্নাত অর্জন করে, কেউ তো গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে যায় কিন্তু এই ধৈর্য্যধারন কারিরা, বিপদের সময় اِنَّا لِلّٰہِ পড়ুয়ারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে সফলকাম হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ছেলের মৃত্যুতে দামী পোষাক পরিধান করলেন
হযরত সাবেত বুনানি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার তাবেয়ী বুযুর্গ হযরত মুতাররফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছেলের ইন্তেকাল হয়ে গেলো (প্রকাশ থাকে যে, ছেলের মৃত্যু হওয়াটা, অনেক বড় কষ্টের কিন্তু হযরত মুতাররফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এতে পরিপর্ণ ধৈর্য্যধারন করলেন)। তিনি সেই সময়ও দামী পোষাক পরিধান করলেন, তৈল ইত্যাদি লাগানো ছিলো। লোকেরা তাকে বললেন: আপনার ছেলের ইন্তেকাল হয়েছে আর আপনি মাথায় তৈল লাগিয়ে দামী পোষাক পরিধান করে আছেন? তিনি বললেন: তবে কি আমি কাপুরুষতা প্রকাশ করবো? (অধৈর্য্যতা প্রদর্শন করবো)? আমার ধৈর্য্যধারনের কারণে আল্লাহ পাক আমাকে তিনটি নেয়ামত দানের অঙ্গিকার করেছেন আর সেগুলোর মধ্যে হতে প্রত্যেকটি নেয়ামত আমার কাছে পুরো পৃথিবীর চেয়েও অধিক প্রিয়। (মিনহাজুল কাসেদীন, পৃঃ ২৭৭) আল্লাহ পাক ইরশাদ করেন: