Book Name:Musbat Soch Ki Barkat
মহান আল্লাহ আমাদেরকে অগ্রগামী হয়ে দ্বীনের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করুন । আমিন
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা: আসুন; শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ১৬৩ মাদানী ফুল নামক পুস্তিকা থেকে চলাফেরার সুন্নাত ও শিষ্টাচার শ্রবণ করি: ১৫ পারা সূরা বনী ইসরাঈলের ৩৭নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّکَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا (۳۷)
(পারা: ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত: ৩৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর জমিনে অহংকার করে চলো না, নিশ্চয় তুমি কখনো জমিনকে ছিড়ে ফেলতে পারবে না এবং দৈর্ঘ্যে পাহাড়গুলো পর্যন্ত পৌঁছতে পারবে না।
* প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمইরশাদ করেন: এক ব্যক্তি দুইটি চাদর পরিধান করে অহংকার করে চলছিল এবং সে অহংকারে বিভোর ছিল। ফলে তাকে জমিনে ধ্বসিয়ে দেয়া হলো। সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচের দিকে ধ্বসতেই থাকবে। (সহীহ মুসলিম, ১১৫৬ পৃ:, হাদিস নং: ২০৮৮) * প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمযখন পথ চলতেন তখন একটু ঝুকে চলতেন মনে হতো যেন তিনি কোন উঁচু জায়গা থেকে নিচে নামছেন। (আফদ্বালুস সালাতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃ:) * যদি কোন অসুবিধা না হয়, তবে রাস্তার এক পাশ দিয়ে মধ্যম গতিতে চলুন, না এতো দ্রুত গতিতে চলবেন যে, মানুষের দৃষ্টি কেড়ে নেয় যে, লোকটি দৌঁড়ে দৌঁড়ে কোথায় যাচ্ছে! আর না এতো ধীর গতিতে চলবেন যে, লোকেরা আপনাকে অসুস্থ মনে করে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
চলাফেরার অবশিষ্ট সুন্নাত ও শিষ্টাচার শেখা ও শেখানোর হালকায় বয়ান করা হবে অতএব সেগুলো জানতে শেখা শেখানোর হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ