Book Name:Musbat Soch Ki Barkat
(মাওসুআ ইবনে আবিদ দুনিয়া, কিতাবু হুসনুয যন্নি বিল্লাহি, ১/৫০, হাদিস: ৪)
وَ ذٰلِکُمْ ظَنُّکُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّکُمْ اَرْدٰىکُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ (۲۳)
(পারা: ২৪, সূরা: হা-মীম সেজদা, আয়াত: ২৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং এটা হচ্ছে তোমাদের ঐ ধারণা, যা তোমরা আপন প্রতিপালক সম্বন্ধে করেছো এবং সেটাই তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং এখন রয়ে গেছো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে।
তাফসীর সিরাতুল জিনানে রয়েছে: উক্ত আয়াত থেকে জানা গেল যে, আল্লাহ পাকের ব্যাপারে কুধারণা পোষণ করা অমুসলিমদের রীতিনীতি এবং কুধারণা পোষণকারী সেই লোকদের অন্তর্ভুক্ত যারা ধ্বংস প্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত। (সিরাতুল জিনান, পারা: ২৪, সূরা: হা-মীম সিজদা, আয়াত: ২৩, খণ্ড: ৮, পৃ: ৬২৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সফলতার জন্য ভালো চিন্তা আবশ্যক
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেকোন কাজে সফলতার জন্য পবিত্র কুরআন আমাদের যা শিখিয়েছে তাহলো:
وَشَاوِرْھُمْ
فِی الْاَمْرِ ۚ
فَاِذَا
عَزَمْتَ فَتَوَکَّلْ عَلَی اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الْمُتَوَکِّلِیْنَ (۱۵۹)
(পারা: ৪, সূরা: আলে ইমরান, আয়াত: ১৫৯) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর কার্যাদিতে তাদের সাথে পরামর্শ করুন! এবং যখন কোন কাজের ইচ্ছা পাকাপোক্ত করবেন তখন আল্লাহর উপর নির্ভর করুন। নিঃসন্দেহে, নির্ভরকারীরা আল্লাহর প্রিয়ভাজন।
এটা থেকে জানা গেল; আমরা যে কাজই করতে চাইনা কেন, সফলতা চাইলে আমাদের অবশ্যই এই কয়েকটি কাজ করতে হবে (১): এই কাজের ব্যাপারে পারদর্শিদের, অর্থাৎ এই কাজের সাথে সম্পৃক্ত লোকদের সাথে পরামর্শ করুন (২): তারপর যখন পরামর্শ করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দৃঢ় সংকল্প করুন (৩): এবং আল্লাহর উপর ভরসা করুন। হযরত আব্দুল্লাহ বিন দাউদ رَحْمَۃُ اللهِ
عَلَیْہِ এর নিকট জিজ্ঞাসা করা হল, তাওয়াক্কুল কাকে বলে? উত্তরে তিনি বললেন:
اَنَّ
التَّوَکُّلَ حُسْنُ الظَّنِّ بِالله অর্থাৎ মহান আল্লাহর সাথে সুধারণা পোষণ করার নামই হলো তাওয়াক্কুল। (মাউসুআয়ে লি ইবনে আবিদ দুনিয়া, খণ্ড: ১, পৃ: ৬০, হাদিস: ২৭)
জানা গেল; সফলতার মূল শর্তগুলোর মধ্যে একটি হলো, আমরা যেকোনো নেক বা বৈধ কাজ করতে চাইলে, এই কাজের ব্যাপারে মহান আল্লাহর রহমতের আশা রাখা, ভালো ধারণা ও বিশ্বাস রাখা, ইতিবাচক চিন্তাভাবনা অবলম্বন করা, উদাহরণস্বরূপ, সত্য তাওবার যেই শর্তাবলি রয়েচে, তা পূর্ণ করুন এবং এখন আশা করুন যে, আল্লাহ পাক আমার তওবা কবুল করবেন। নামায পড়ুন অতঃপর আশা রাখুন যে, আমার নামায কবুল করা হবে * ব্যবসা শুরু করে এর চাহিদাগুলো পূর্ণ করে অতঃপর আল্লাহ পাকের রহমতে আশা রাখুন যে, তিনি সফলতা দান