Book Name:Musbat Soch Ki Barkat
ইতিবাচক চিন্তা করি, আমাদের অতীতকে দোষারোপ করার এবং উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে, আমরা এটি থেকে শিক্ষা নিতে শুরু করি, তাহলে আমরা আমাদের অতীতকে মন্দ নয় বরং সুন্দর দেখতে পাব, খারাপ নয়। এবং তা থেকে অনেক কিছু শিখে নিজের ভবিষ্যত উন্নত করতে পারবো। সেজন্য বলা হয় Be Positive Be Successful (অনুবাদ: ইতিবাচক হও! সফল হও!!)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সর্বদা ভালো প্রত্যাশাই পোষণ করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিরাশ হওয়া একটি ব্যাধি, আমাদের সর্বদা আল্লাহর রহমতের উত্তম আশা করা উচিত । হাদিসে কুদসীতে মহান আল্লাহ পাক বলেন: اَنَا عِنْدَ ظَنِّ عَبْدِی بِیْ فَلْیَظُنَّ ظَانٍّ مَا شَآءَ আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী থাকি, অতএব, ধারণাকারী যেমন খুশি ধারণা করুক।
(বুখারি, কিতাবুত তাওহিদ, পৃ: ১৭৮৭, হাদিস: ৭৪০৫)
মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এখানে বান্দা দ্বারা উদ্দেশ্য মুমিন বান্দা। অর্থাৎ বান্দা আমার ব্যাপারে যেরকম বিশ্বাস করে, আমিও সেভাবে তার সাথে আচরণ করবো।
(মিরআতুল মানাজীহ, খণ্ড:৩, পৃ: ৩০৬)
প্রতীয়মান হলো; আমরা যেমন ভাবি, তেমনি ফল পাব, ইতিবাচক চিন্তা করলে, ইতিবাচক ফল পাবো, নেতিবাচক চিন্তা করলে নেতিবাচক ফল পাবো, তাই সর্বদা আল্লাহর রহমতে ভাল আশা রাখুন, ভাল চিন্তা করুন, ভাল ধারণা রাখুন! হযরত জাবির ইবনে আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর বাহ্যিক ওফাতের ৩দিন পূর্বে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন: لَا يَمُوتَنَّ أَحَدٌ مِّنْكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ “তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কারো মৃত্যু না আসুক যতক্ষণ সে আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করে নিবে না।
(মুসনদে আবি ইয়ালা, খণ্ড: ২, পৃ: ১৪৯, হাদিস: ১৯০৮)
দেখুন, আমরা আমাদের মৃত্যুর সময় জানি না, মৃত্যু এখন আসতে পারে, আগামীকাল আসতে পারে, এবং এমনও হতে পারে যে, আমরা বহু বছর বেঁচে আছি, মোটকথা আমরা আমাদের মৃত্যুর সময় জানি না। এবং আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপদেশ দিয়েছেন যে, মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে, তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছো, তাহলে এর ফল কী হবে? তা হলো সর্বাবস্থায়, প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করো!
এক বর্ণনায় এসেছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمইরশাদ করেন: তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কারো মৃত্যু না আসুক যতক্ষণ সে আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করে নিবে না এরপর তিনি বললেন: এমন একটি জাতি ছিল যে জাতি আল্লাহ পাকের প্রতি কুধারণা পোষণ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাদেরকে বললেন: