Book Name:Teen Dost
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নাম্বার ৫ এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার নামাযী হতে, গুনাহ থেকে বাঁচতে এবং নেকীর প্রেরণা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন! "৭২টি নেক আমল" এর উপর আমল এবং মাদানী কাফেলায় সফর করুন। اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য বরকত নসিব হবে। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নাম্বার ৫ আর তা হলো, আজ কি আপনি পাঁচ ওয়াক্ত নামাযের পর কমপক্ষে একবার আয়াতুল কুরসি, সূরা ইখলাস ও তাসবিহে ফাতিমা পড়েছেন? যদি আমরা সামান্য মনোযোগ দিই এবং এই নেক আমলের উপর আমল করি, তাহলে আমরা অনেক সহজ নেকী করা, প্রত্যেক নামাযের পর আল্লাহর যিকির করার একটি সুযোগ পেয়ে যাবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত এবং কিছু জীবনের আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।
(তারিখে মদীনা দামেশক, ৯/৩৪৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! উত্তম সাহচর্যের কতিপয় মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য লাভ করি। প্রথমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী শ্রবণ করুন: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ অর্থাৎ মানুষ তার সাথেই থাকবে, যাকে সে ভালবাসে। (সহীহ মুসলিম, ১০৮৮ পৃ:, হাদিস: ৬৭১৮) (২) ইরশাদ হচ্ছে: اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ অর্থাৎ মানুষ তার বন্ধুর আদর্শে থাকে, সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে, সে কাকে বন্ধু নির্বাচন করছে। (মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ৩/২৩৩, হাদিস: ৮৪২৫) * ভালো ও খারাপ সঙ্গীর উদাহরণ হলো মুশক (সুগন্ধ) বিক্রেতা ও চুল্লিতে অগ্নি প্রজ্জ্বলন কারীর ন্যায়, সুগন্ধ বিক্রিতা তোমাকে হয়তো এমনিতেই দিবে, নয়তো তোমার নিকট বিক্রি করবে কিংবা তার থেকে ভালো সুগন্ধ পাবে। আর চুল্লিতে অগ্নি প্রজ্জ্বলনকারী হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, নয়তো তুমি তার থেকে দুর্গন্ধ পাবে। (সহীহ মুসলিম, ১০৮৪ পৃ:, হাদিস: ৬৬৯২) * হাদিসে পাকে রয়েছে: বড়দের সাহচর্যে বসো এবং আলিমদেরকে জিজ্ঞাসা করো আর হিকমত সম্পন্নদের সাথে মিলেমিশে থাকো (আল মুজামুল কবীর, ২২/১২৫, হাদিস: ৩২৪)